২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি যে অভিষেক করতে চলেছিলেন, সেকথা একপ্রকার আকাশে-বাতাসে ভাসছিলই। কিন্তু যতক্ষণ না হাতে টেস্ট ক্য়াপ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সবটাই সম্ভাবনা। শুক্রবার অর্থাৎ আজ রাঁচির জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে, ভারত-ইংল্য়ান্ড চতুর্থ টেস্ট শুরুর আগেই চলে এল সেই প্রত্যাশিত মুহুর্ত। ঘরোয়া ক্রিকেট মাতানো আকাশ দীপকে (Akash Deep) নিয়েই হল রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম একাদশ। ভারতীয় দলের হেডস্য়র ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় তুলে দিলেন আকাশের হাতে ডেবিউ টেস্ট ক্য়াপ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs England, 4th Test: রাত পোহালে রাঁচিতে ব্রিটিশ দ্বৈরথ, রাহুলের বিরাট আপডেট দিলেন রাঠোর



২৭ বছরের বিহারি বোলিং অলরাউন্ডার এমএস ধোনির ঘরের মাঠে রাজকীয় অভিষেক করলেন। এদিন মহম্মদ সিরাজের সঙ্গে পেস আক্রমণে জুড়ে দেওয়া হয়েছিল আকাশকে। প্রথম সেশনে একাই ব্রিটিশদের শিরদাঁড়া বেঁকিয়ে দিলেন আকাশ। ধারাবাহিক ভাবে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য় পাওয়া আকাশ আইপিএলে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়েও ছাপ রেখেছেন। এদিন ১২ ওভারের মধ্য়ে ব্রিটিশদের টপঅর্ডার সাজঘরে পাঠিয়ে দেন আকাশ। দুই ইংরেজ ওপেনার জ্য়াক ক্রলে (৪২) ও বেন ডাকেটের (২১) সঙ্গেই আকাশের শিকার হন তিনে নামা অলি পপ (০)।


রোহিতের ডেপুটি জসপ্রীত বুমরা বিশ্রাম পাওয়ায় জাতীয় দলের দরজা খুলে যায় আকাশের। এদিন চতুর্থ ওভারের মধ্য়ে জ্যক ক্রলে স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন আকাশ। কিন্তু তাঁর উচ্ছ্বাস দীর্ঘমেয়াদি হয়নি। কারণ আম্পায়ার জানিয়ে দেন যে, আকাশ নো বল করে ফেলেছেন ওভারস্টেপিংয়ের জন্য়। যদিও আকাশের জন্য় ক্রিকেট বিধাতা স্বপ্নের অভিষেকের চিত্রনাট্য় লিখে রেখেছিলেন। এহেন ক্রলেকেই ক্লিন বোল্ড করে দেন তিনি। 


টেস্ট ক্রিকেটে আকাশের প্রথম শিকার হন ডাকেট। আকাশের অফস্টাম্পের বাইরের দারুণ গুড লেন্থ বলে ডাকেট খোঁচা দেন উইকেটকিপার ধ্রুব জুরেলের হাতে। এরপর আকাশ এলবিডব্লিউ আউট করে দেন পপকে। যদিও আম্পায়ের প্রথমে মনে হয়েছিল যে, বল লেগ স্টাম্পের উপর দিয়ে গিয়েছে। তাই তিনি আউট দেননি। রোহিত সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আম্পায়ার ক্ষমা চেয়ে জানিয়ে দেন যে, তিনি ভুল। আকাশ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্য়াচ খেলে পেয়েছেন ১০৪ উইকেট। লিস্ট-এ  ক্রিকেটে তাঁর আছে ৪২ উইকেট। টি-২০ ফরম্য়াটে পেয়েছেন ৪৮ উইকেট। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংরেজরা ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে। জো রুট (৪৭) ও বেন ফোকস (১৭) রয়েছেন ক্রিজে। মিডল অর্ডারের দুই ব্য়াটার জনি বেয়ারস্টো (৩৮) ও বেন স্টোকসকে (৩) ফিরিয়ে দিয়েছেন  রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।


হায়দরাবাদে হয়েছিল ভারত-ইংল্য়ান্ড প্রথম টেস্ট ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, রোহিত শর্মা অ্যান্ড কোং ম্য়াচটা মাঠেই রেখে এসেছিল। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নিয়েছিলেন। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে গিয়েছিল। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছিল। তবে বিশাখাপত্তনমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ১০৬ রানে রোহিতরা জিতে নেয় টেস্ট। রাজকোটে ইংল্য়ান্ডকে ৪৩৪ রানে হারিয়ে, পাঁচ ম্য়াচের চলতি টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে।  


আরও পড়ুন: KKR IPL Schedule 2024: বেজে গেল যুদ্ধের দামামা, রইল নাইটদের সূচি, ইডেনে নীতীশরা কবে নামছেন?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)