India vs England, 4th Test: রাত পোহালে রাঁচিতে ব্রিটিশ দ্বৈরথ, রাহুলের বিরাট আপডেট দিলেন রাঠোর

KL Rahul fit or not? India batting coach clears air ahead of Ranchi Test: কেএল রাহুল কি ফিট না আনফিট? কেমন আছেন তিনি? আদৌ কি ধরমশালায় খেলতে পারবেন? এই সবেরই উত্তর দিয়ে দিলেন ভারতের ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর।

Updated By: Feb 22, 2024, 08:50 PM IST
India vs England, 4th Test: রাত পোহালে রাঁচিতে ব্রিটিশ দ্বৈরথ, রাহুলের বিরাট আপডেট দিলেন রাঠোর
কেএল রাহুলকে নিয়ে চলে এল বিরাট আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা ব্য়াটার কেএল রাহুলের (KL Rahul) কেরিয়ারের অবিচ্ছেদ্য় অঙ্গ হয়ে গিয়েছে চোট। গতবছর আইপিএলে (IPL 2023) ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক চোট পান রাহুল। এরপর অস্ত্রোপচার করিয়ে তিনে এশিয়া কাপে (Asia Cup 2023) ফেরেন বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023)।

চলতি ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমে রাহুল প্রথম টেস্টেই চোট পান। যার ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। মনে করা হয়েছিল রাহুল তৃতীয় টেস্টে ফিট হয়ে যাবেন। কিন্তু তিনি ফিট হতে পারেননি। বিসিসিআই জানিয়েছিল যে, রাঁচিতে চতুর্থ টেস্টে রাহুল ফিরবেন। তিনি ৯০ শতাংশ ফিট হয়ে গিয়েছেন। কিন্তু এখানেও চমক ভারতীয় ক্রিকেট বোর্ড এরপর জানায় যে, রাহুল চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এখন প্রশ্ন রাহুল কেমন আছেন? তিনি ধরমশালায় সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট খেলতে পারবেন?

আরও পড়ুন: KKR IPL Schedule 2024: বেজে গেল যুদ্ধের দামামা, রইল নাইটদের সূচি, ইডেনে নীতীশরা কবে নামছেন?
 
ভারতের ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর রাঁচিতে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠক করেছিলেন। রাঠোরের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, রাহুলের ঠিক কী আপডেট! রাঠোর সাফ বলেন, 'আমায় দেখতে হবে রাহুল ফিট না আনফিট, এই মুহূর্তে ও ফিট নয়। এটা আমি বলতে পারি। দেখুন, ওভাবে শতকরার হিসেবে কষে বলতে পারব না যে, রাহুল ফিটনেসের ঠিক কোন পর্যায়ে আছে। এটা একমাত্র মেডিক্য়াল টিমই নিশ্চিত করে জানাতে পারবে। আমরা চিন্তিত আমাদের দল নিয়ে। ফোকাসে শুধু যে টিম আমাদের কাছে আছে। কেএল রাহুল উপলব্ধ নয়।'

হায়দরাবাদে হয়েছিল ভারত-ইংল্য়ান্ড প্রথম ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, রোহিত শর্মা অ্যান্ড কোং ম্য়াচটা মাঠেই রেখে এসেছিল। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নিয়েছিলেন। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে গিয়েছিল। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছিল। তবে বিশাখাপত্তনমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ১০৬ রানে রোহিতরা জিতে নেয় টেস্ট। রাজকোটে ইংল্য়ান্ডকে ৪৩৪ রানে হারিয়ে, পাঁচ ম্য়াচের চলতি টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে গেল। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে দিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু পঞ্চম টেস্ট। এখন দেখার রাহুল তার মধ্য়ে ফিট হতে পারেন কিনা!

আরও পড়ুন: WATCH | Sachin Tendulkar: গুলমার্গে স্ট্রিট ক্রিকেট, হাঁকালেন অভিনব কভার ড্রাইভ, জাদুতে বুঁদ নেটপাড়া

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.