নিজস্ব প্রতিবেদন : ডার্বি জয়ের পর বৃহস্পতিবার যুবভারতীতে আইলিগের ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে নেরোকার বিরুদ্ধে লাল-হলুদের স্প্যানিশ কোচের অস্ত্র হতে চলেছে সেট পিস। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রীতিমতো হুঙ্কারের সুরেই স্প্যানিশ কোচ আলেসান্দ্রো বলে দিলেন আই লিগে সেট পিসে তাঁরাই সেরা দল। আসলে চলতি আই লিগে সেটপিসেই একের পর এক ম্যাচে বাজিমাত করেছে জবি-ডিকারা। বৃহস্পতিবার আই লিগের চার বনাম পাঁচের লড়াইয়ে সেটপিসই লাল-হলুদের অস্ত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফের ব্যর্থ পুজারা, রনজি জয়ের গন্ধ পাচ্ছে বিদর্ভ


চার্চিলের পয়েন্ট নষ্টের সুযোগটা কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। তাই পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে ডার্বির প্রথম একাদশই সম্ভবত মাঠে নামাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ। তবে আগামী ১১ দিনে চারটে ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আই লিগের সূচি নিয়ে এবার নিজের ক্ষোভ লুকিয়ে রাখলেন না আলেসান্দ্রো। দলে পরিবর্তনের পক্ষপাতী নন তিনি, কিন্তু এহেন পরিস্থিতিতে রোটেশন পদ্ধতিতেই ভরসা রাখতে হচ্ছে লাল-হলুদের স্প্যানিশ কোচকে।    


আরও পড়ুন - ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ, বললেন রোহিত শর্মা


মঙ্গলবার পাহাড়ে চার্চিলকে হারিয়ে আই লিগ জমিয়ে দিয়েছে শিলং লাজং। গোয়ার দলটি হেরে যাওয়ায় আই লিগের খেতাবি দৌড়ে কিছুটা হলেও সুবিধে হয়ে যায় ইস্টবেঙ্গলের। কিন্তু বুধবার ঘরের মাঠে গোকুলামকে হারিয়ে আইলিগের মগডালে উঠে এসেছে রিয়াল কাশ্মীর। খেতাবি দৌড়ের লড়াইয়ে পয়েন্ট টেবিলে এখন সাপ-লুডোর ওঠা-নামা। ১৬ ম্যাচে কাশ্মীরের পয়েন্ট ৩২। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের সেকেন্ড বয় এখন চেন্নাই সিটি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চার্চিল ব্রাদার্স। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইস্টবেঙ্গল। পরিস্থিতি যা তাতে আই লিগের খেতাবি দৌড়ে কম ম্যাচ খেলে থাকায় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলেরই। আই লিগের খেতাবি দৌড়ে থাকতে হলে বৃহস্পতিবার ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে মাস্ট উইন গেম ইস্টবেঙ্গলের।