নিজস্ব প্রতিবেদন : দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবারই ভারতের সর্বোচ্চ আদালতে নিজেদের যাবতীয় নথি পেশ করেন ফেডারেশনের আইনজীবীরা। যার ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টের নির্দেশে গত বছর হওয়া ফেডারেশনের পুরো নির্বাচনকেই অবৈধ ঘোষণা করা হয়েছিল। পদ হারিয়েছিলেন সভাপতি প্রফুল প্যাটেল। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন ফেডারেশন কর্তারা। তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।


আরও পড়ুন, কোরিয় প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেরি কমের