নিজস্ব প্রতিবেদন: সাফল্য হোক, কিংবা উচ্ছ্বাস। প্রতিবাদ, এমনকী জনসচেতনতা গড়ে তুলতেও বারবার পোস্টারের মাধ্যমে আবির্ভাব হয়েছে ভারতীয় Dairy সংস্থার। সংস্থার নতুন বিজ্ঞাপনে বিরুষ্কার সন্তানকে স্বাগত জানান হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১ জানুয়ারি, বিরাট-অনুষ্কার জীবনে এসেছে তাঁদের রাজকন্যা। সেলেব্রিটি কাপল হিসাবে বিরাট-অনুষ্কার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোমবার দুই থেকে তিন হয়েছেন। সেলিব্রিটি দম্পতির সন্তানকে এক ঝলক দেখতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু তার আগেই চলে এল ভারতীয় Dairy সংস্থার পোস্টার।



২০২০ সালে আইপিএল শুরুর আগে ভক্তদের সুখবর দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তখনও বিজ্ঞাপনে সেই কাহিনি তুলে ধরে ওই জনপ্রিয় Dairy সংস্থা।


আরও পড়ুন- এক ইঞ্চি জমি না ছেড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার পথ দেখিয়েছিলেন Sourav,মত প্রাক্তন অজি তারকার


২০১৭ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই ছিল লাইমলাইট-এ।


আরও পড়ুন- Bird Flu আতঙ্ক বহু রাজ্যে, কড়কনাথ মুরগির অর্ডার বাতিল করলেন Dhoni