WATCH: অঝোরে কাঁদছেন সরফরাজের বাবা, হাসি ফোটালেন আনন্দ মহিন্দ্রা! চেনা ভূমিকায় শিল্পপতি
Anand Mahindra offers Thar as gift to Sarfaraz Khans Father Naushad Khan: সরফরাজের টেস্ট অভিষেকের মুহূর্তে তৈরি হয়েছিল কিছু খণ্ড খণ্ড ছবি। যা জুড়ে দিয়ে বিসিসিআই চোখ ভেজাল নেটপাড়ার। তবে সরফরাজের বাবার মুখে হাসি ফোটালেন আনন্দ মহিন্দ্রা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৯ জানুয়ারি এসেছিল সেই বহু প্রত্য়াশিত সুখবর। অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি জানিয়ে দিয়েছিল যে, দ্বিতীয় টেস্টে সরফরাজ খানকে (Sarfaraz Khan) নিয়েই দল করা হল। দীর্ঘ প্রতীক্ষার পরেই দলে ঢুকে ছিলেন রঞ্জির রানমেশিন। যদিও বিশাখাপত্তনম টেস্টে সরফরাজ ছিলেন বেঞ্চেই। তবে রাজকোটে তিনি ঢুকে পড়েন প্রথম একাদশে। কিংবদন্তি অনিল কুম্বলে (Anil Kumble) ডেবিউ টেস্ট ক্য়াপ তুলে দেন সরফরাজের হাতে।
বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছেলের স্বপ্নপূরণের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সরফরাজের বাবা নওশাদ খান (Naushad Khan)। আবেগি হয়ে পড়েন সরফরাজেরও মা। জ্য়াকেটের কলার দিয়ে চোখের জল মুছছিলেন নওশাদ। সরফরাজ ছুটে এসে বাবার বুকে মাথা রেখেছিলেন। আর এসবের মাঝেই ভারত অধিনায়ক রোহিত শর্মা চলে আসেন নওশাদের কাছে। রোহিত এসে সরফরাজের বাবাকে বলেন, 'সবাই জানে যে, সরফরাজের জন্য আপনি কী কঠোর পরিশ্রম করেছেন। আপনার বলিদানের কথা আমাদের জানা।' রোহিতের হাত দু'টি ধরে নওশাদ বলেন, 'স্য়র দয়া করে ছেলের একটু খেয়াল রাখবেন।' যা শুনে রোহিত বলেন, 'একদম রাখব। আপনি নিশ্চিন্তে থাকুন।' সরফরাজ-নওশাদ-রোহিতের আবেগি ভিডিয়ো বিসিসিআই পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ ভিজেছে নেটপাড়ার।
আরও পড়ুন: Saurabh Tiwary: ঠিক যেন ছিলেন ধোনির ফটোকপি! এবার মহান ভাবনায় ছাড়লেন ক্রিকেট
এই ভিডিয়ো দেখে সরফরাজের বাবার মুখে হাসি ফোটালেন মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান ও শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। তিনি বিসিসিআই-এর ভিডিয়ো ট্য়ুইট করে লেখেন, 'শুধু সাহসটা ছেড় না। কঠোর পরিশ্রম, সাহস ও ধৈর্য। একজন শিশুকে অনুপ্রাণিত করার জন্য় একজন বাবার এর চেয়ে ভালো গুণ আর কী কী থাকতে পারে! একজন অনুপ্রেরণাদায়ক অভিভাবক হওয়ার জন্য, নওশাদ খান যদি একটি থর উপহার গ্রহণ করেন আমার থেকে, তাহলে এটি আমার পরম সৌভাগ্যের এবং সম্মানের হবে। 'আনন্দ মহিন্দ্রা কিন্তু অসম্ভব খেলাপাগল একজন মানুষ। অতীতেও ভারতের একাধিক ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করতে মহিন্দ্রার 'হটকেক' এসইউভি উপহার দিয়েছেন। কলকাতায় চারজনের বসার উপযুক্ত এই গাড়ির দাম ১১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৭ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।
সরফরাজের ভাইও মুশির খানও ক্রিকেট খেলেন। সদ্য়সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলছেন তিনি। সরফরাজ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর দিন নওশাদ একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুশিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। নওশাদ ভিডিয়োতে বলেছিলেন, 'আপনারা সবাই জানেন যে, সরফরাজ টেস্ট দলে ডাক পেয়েছে। আমি সকলকে ধন্য়বাদ জানাতে চাই। বিশেষত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। যারা ওকে লালন-পালন করে বড় করেছেন। অবশ্যই বলতে হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কথা। যেখান থেকে ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ধন্য়বাদ জানাই বিসিসিআই ও সকল নির্বাচকদের। সরফরাজকে বিশ্বাস করার জন্য়। ওর সকল ফ্য়ান ও শুভানুধ্য়ায়ীদেরও কথা বলতে হবে। যারা ওকে সমর্থন করেছে। আমরা সবাই আশা করি যে, ও দেশের জন্য় ভালো খেলবে এবং দলের জয়ে অবদান রাখবে।'
অভিষেকেই কিন্তু ছাপ রেখেছেন সরফরাজ। ছয়ে নেমে ৯টি চারের সুবাদে ৬৬ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান মুম্বইয়ের বছর ছাব্বিশের মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার। তেমনটা না ঘটলে হয়তো সরফরাজ সেঞ্চুরি করেই মাঠ ছাড়তেন। সরফরাজ সম্বন্ধে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নতুন করে আর কিছুই বলার দরকার নেই। মুম্বইয়ের বছর ছাব্বিশের মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার বিগত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে শাসন করেছেন। তাঁর হয়ে কথা বলছে তাঁর পরিসংখ্য়ান। ৪৫টি প্রথম শ্রেণির ম্য়াচে সরফরাজের ৩৯১২ রান রয়েছে। সর্বোচ্চ অপরাজিত ৩০১ রানের ইনিংস খেলেছেন তিনি। সরফরাজের গড় ৬৯.৮৫। স্ট্রাইক রেট ৭০.৪৮। করেছেন ১৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি। লিস্ট এ ও টি-২০ মিলিয়ে প্রায় ১৭০০ রান করেছেন সরফরাজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)