নিজস্ব প্রতিবেদন: কোনও কিছু না করেই অনু মালিক (Anu Malik) টুইটারে ট্রেন্ড করছেন! এখন প্রশ্ন কেন বলিউডের বিখ্যাত সুরকারকে নিয়ে মেতেছেন নেটাগরিকরা। ফের একবার সুর চুরির অভিযোগ উঠেছে অনু মালিকের বিরুদ্ধে। তাও আবার জাতীয় সঙ্গীতের সুর!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাচক্রে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ইজরায়েলকে প্রথমবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে পদক এনে দিয়েছেন আর্টেম ডলগোপিয়াট (Artem Dolgopyat)। জিমন্যাস্টিক্সে সোনা জিতে তাঁর দেশকে গর্বিত করেছেন আর্টেম। 


আরও পড়ুন: PV Sindhu: প্রধানমন্ত্রীর সঙ্গে এবার সিন্ধু আইসক্রিম খাবেন! বলছেন বাবা পিভি রামান


আর্টেম যখন পোডিয়ামে ওঠেন তখন অলিম্পিক্সের রীতি মেনেই ইজরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো হয় ব্যাকগ্রাউন্ডে। নেটিজেনরা খেয়াল করে দেখেছেন যে, ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে মিল রয়েছে 'মেরা মুলক মেরা দেশ' (Mera Mulk Mera Desh) গানটির সুরে। 'দিলজলে' (১৯৯৬) ছবিতে এই গানটির সুর বেঁধেছিলেন অনু মালিকই। 





নেটাগরিকরা সাফ জানিয়েছেন যে, নয়ের দশকে সুপারহিট সব সুর বাঁধার কারিগরই নাকি ইজারায়েলের জাতীয় সঙ্গীত হাটিকাভ-এর সুর চুরি করে গানে ব্যবহার করেছেন। যদিও অনু মালিকের বিরুদ্ধে অগুণতিবার সুর চুরির অভিযোগ উঠেছে আগে। বিষয়টা একেবারেই নতুন কিছু নয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)