নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভারত অধিনায়ক বিরাট কোহলির পোষ্য ব্রুনো বেশ পরিচিত। বিরাটের বড্ড প্রিয় ছিল এই ব্রুনো। লকডাউনের মাঝেই মনখারাপ করা খবরটা দিলেন ভারত অধিনায়ক নিজেই। প্রিয় পোষ্যকে হারিয়ে বিহ্বল হয়ে পড়েছেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার সকালেই ব্রুনোর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। লিখেছেন, "প্রিয় ব্রুনো যেখানেই থাকো শান্তিতে থাকো, ১১ বছর ধরে আমাদের জীবন ভালবাসায় ভরিয়ে দিয়েছিলে তুমি। আজ হয়তো আরও ভাল জায়গায় চলে যাচ্ছে। ভগবান তোমার আত্মাকে শান্তি দিন।"


 



 


লকডাউন চলাকালীন কয়েকদিন আগেই ব্রুনোকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন বিরাট-অনুষ্কা। ব্রুনোর মৃত্যুতে অনুষ্কা লিখলেন RIP। বহুদিনের সঙ্গীকে হারিয়ে বড্ড মন খারাপ বিরাটের। কিছুটা হলেও যেন ভেঙে পড়েছেন তিনি।



আরও পড়ুন - আমার ছেলের পিঠে ছুরি মেরেছে ধোনি—বিরাট, ফের বিস্ফোরক যোগরাজ