রোহিতের ডবলে শুভেচ্ছা মিসেস কোহলির
বিয়েতে টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন রোহিত। ইতালির `বর্গো ফিনোক্কিয়েতো` থেকে ৪ দিন পর এল রিপ্লাই। টুইট করে রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন অনুষ্কা শর্মা কোহলি। একই সঙ্গে মোহালিতে রোহিতের `মহা ইনিংসে`র শুভেচ্ছাও জানাতে ভুললেন না ভারতীয় দলের ফার্স্ট লেডি।
নিজস্ব প্রতিবেদন: বিরুষ্কার বিয়ের ঘোর এখনও কাটেনি। চোখে যেন মায়া লেগে আছে। মহাজগতের যত আলো, সবই যেন বিরাট-অনুষ্কার ওপর। এরই মধ্যে লাইমলাইটের দিক পরিবর্তন করে মোহালিতে ক্রিকেট বিশ্বকে নজর ঘোরাতে বাধ্য করলেন 'হিটম্যান রোহিত'। একদিনের আন্তর্জাতিকে তিন নম্বর দ্বিশতরান। টানা ৫০ ওভার ব্যাটে অপরাজিত বিরাটের সতীর্থ। স্বপ্নের ঘোর কাটিয়ে চোখ মেলতে বাধ্য হলেন মিসেস কোহলিও।
আরও পড়ুন- রোহিতের সেঞ্চুরির নাম রিতিকা
বিয়েতে টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন রোহিত। ইতালির 'বর্গো ফিনোক্কিয়েতো' থেকে ৪ দিন পর এল রিপ্লাই। টুইট করে রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন অনুষ্কা শর্মা কোহলি। একই সঙ্গে মোহালিতে রোহিতের 'মহা ইনিংসে'র শুভেচ্ছাও জানাতে ভুললেন না ভারতীয় দলের ফার্স্ট লেডি।
আরও পড়ুন- ডবলের ট্রিপল করে ইতিহাসে 'হিটম্যান'
বিশ্বরেকর্ড গড়ার পরের দিনই ইতালি থেকে টুইটে হিটম্যানকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা। অনুষ্কা শর্মা কোহলির টুইট, "চমৎকার ইনিংসের জন্য তোমাকে অভিনন্দন"।
পঞ্জাবের মোহালিতে রোহিত শর্মার অপরাজিত ২০৮ রানের ইনিংস দেখে আহ্লাদিত অভিনেত্রী সোফি চৌধুরীও। টুইটে তৃতীয় দ্বিশতরান এবং দ্বিতীয় বিবাহবার্ষিকিতে শুভেচ্ছা জানিয়েছেন এই সোশ্যাল সেনসেশন।