নিজস্ব প্রতিবেদন: ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও উঠে ট্রফি অধরা ছিল মেসির আর্জেন্টিনার। এরপর ২০১৫ ও ২০১৬ সালে ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকার ফাইনালে উঠেও সেই রানার্স হতে হয়েছিল। মাঠে হাউ হাউ করে কেঁদেছিলেন ফুটবল গ্রহের অন্যতম সেরা নক্ষত্র মেসি। অভিমানে নিয়ে ফেলেছিলেন জাতীয় দলের হয়ে আর না খেলার। অনেকে বলে দিয়েছিলেন মেসিকে হয়তো দেশের হয়ে ট্রফি ছাড়াই কেরিয়ার শেষ করতে হবে। তবে সেসবব আজ অতীত। আজ মেসির দিন। লেখা থাকবে ফুটবল ইতিহাসে লেখা থাকবে একটা মানুষ দেশকে ট্রফি জেতাতে চেয়েছিলেন, তিনি পেরেছেন।  




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Copa America 2021: মারাকানার রং নীল-সাদা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


মেসির আর্জেন্টিনা মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো। মেসির মুখে হাসি, তিনি নাচছেন, গাইছেন। আপামোর আর্জেন্টিনা ও মেসির ফ্যানেরা জানেন এই সেই ব্রাহ্মমুহূর্ত, যাঁর অপেক্ষায় এতগুলো দিন অপেক্ষা করেছেন তাঁরা। এই সেলিব্রেশন চলবে...থামবে না। আর্জেন্টিনার প্রতিটা গলিতে হয়তো আজ নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হবে। এবার খেলা শেষের খেলা শুরু হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)