নিজস্ব প্রতিবেদন : বিশ্ব জিমন্যাস্টিক্সের মঞ্চে আবারও এক ভারতীয় তরুণীর উত্থান। মেলবোর্নে ইতিহাস গড়লেন অরুণা বুড্ডা রেড্ডি। প্রথম কোনও ভারতীয় হিসেবে জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ব্যক্তিগত মেডেল জিতলেন এই জিমন্যাস্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


মেলবোর্নে আয়োজিত ওয়ার্ল্ড জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ২২ বর্ষীয় অরুণা রেড্ডি। দুটি ভল্টের পর তৃতীয় স্থানে শেষ করেন তিনি। অরুণার গড় ১৩.৬৪৯।



২০১০ সালে কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিক্সে পদক জিতেছিলেন আশিস কুমার। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা কর্মকার। ২০১৬ সালে রিও অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয় দীপার। এবার ২০১৮ সালে জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে ইতিহাসে নাম তুললেন অরুণা। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়