নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের ঐতিহ্যবাহী মহারণে ফের মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia and England)। এবার অজিভূমেই হচ্ছে অ্যাশেজ। ক্রিকেটের ডাই-হার্ড ফ্যানরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন এই সিরিজের জন্যই। ব্রিসবেনের গাবাতে চলছে প্রথম অ্যাশেজ টেস্ট। দ্বিতীয় দিনেই একেবারে চালকের আসনে অস্ট্রেলিয়া। সৌজন্যে ট্র্যাভিস হেডের (Travis Head) অপরাজিত সেঞ্চুরি। ইংল্যান্ডের ১৪৭ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলল। ১৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হেড (১১২) ও মিচেল স্টার্ক (১০) রয়েছেন ক্রিজে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Hardik Pandya: অবসরের কথা ভাবছেন হার্দিক পাণ্ডিয়া! চলে এল বড় আপডেট



গাবায় টস জিতে জো রুটের ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স একাই ৫ উইকেট তুলে ইংরেজ ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছিলেন। কামিন্সকে সঙ্গ দিয়েছিলেন স্টার্ক ও জোশ হ্যাজেলউড। এই দুই জোরে বোলার তুলে নেন দু'টি করে উইকেট। অজি বোলারদের দাপটের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ইংল্যান্ডের চর্চিত ব্যাটিং লাইন-আপ। ১৫০ রানও করতে পারেনি ইংরেজরা। সর্বোচ্চ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। ৩৯ রান করেন তিনি। এরপর থাকবেন অলি পোপ। ৩৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। ইংল্যান্ডের ১৪৭ রানের জবাবে অস্ট্রেলিয়া শুরুটা দুর্দান্ত করে। ডেভিড ওয়ার্নার (৯৪), মার্নাস লাবুশানে (৭৪) ও হেডরা (১১২*) জ্বলে ওঠেন। এখন দেখার অস্ট্রেলিয়া কত রানে থামে!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)