নিজস্ব প্রতিবেদন: অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন অ্যালেক্স ক্যারে (Alex Carey)। ব্রিসবেনের গাবায় দেশের হয়ে সাদা জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন অজি উইকেটকিপার-ব্যাটার। প্রথম অ্যাশেজ টেস্টেই রাখলেন ছাপ। শনিবার ক্যারে বিশ্বের প্রথম উইকেটকিপার হিসাবে ৮ টি ক্যাচ (দুই ইনিংস মিলিয়ে) নেওয়ার অনন্য মাইলস্টোন স্থাপন করলেন। যা এর আগে বিশ্বের কোনও উইকেটকিপার পারেননি। ক্যারের আগে টেস্ট অভিষকারী উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার নজির আছে ৬ জন ক্রিকেটারের। তাঁর মধ্যে রয়েছেন ভারতের ঋষভ পন্থও (Rishabh Pant)। এদিন গাবা টেস্টের চতুর্থ দিনের সকালে ইংল্যান্ডের ক্রিস ওকস ক্যামেরন গ্রিনের বলে খোঁচা দেন ক্যারের হাতেই। আর তখনই ক্যারে এই কীর্তি গড়ে ফেলেন। পরিসংখ্যান বলছে যে, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (Quinton de Kock) উইকেটের পিছনে ৯ টি ক্যাচ নিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে গাবায়। কিন্তু ডি ককের সেটি প্রথম টেস্ট ছিল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ashes 2021: গাবায় দুরন্ত টেস্ট জয় অজিদের, ৪০০ টেস্ট উইকেট পেলেন Nathan Lyon


উইকেটকিপার হিসাবে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড যাঁদের


১) অ্যালেক্স ক্যারে (Alex Carey) (৮)
২) ক্রিস রেড (Chris Read) (৭)
৩) ব্রায়ান ট্যাবার (Brian Taber) (৭)
৪) চামারা দুনুসিংহে (Chamara Dunusinghe) (৭)
৫) ঋষভ পন্থ (Rishabh Pant) (৭)
৬) পিটার নেভিল (Peter Nevill) (৭)
৭) অ্যালান নট (৭)


ঘরের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজ (Ashes 2021-22) ধরে রাখার লড়াইয়ে অস্ট্রেলিয়া। চার ম্যাচের ঐতিহ্যবাহী টেস্ট সিরিজের প্রথম টেস্টেই দুরন্ত জয় পেল প্যাট কামিন্সের (Pat Cummins) ক্যাঙারু বাহিনী। ব্রিসবেনের গাবায় ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)