Ashes 2021: গাবায় দুরন্ত টেস্ট জয় অজিদের, ৪০০ টেস্ট উইকেট পেলেন Nathan Lyon
অস্ট্রেলিয়াকে জেতার জন্য মাত্র ২০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।
ইংল্যান্ড ১৪৭ ও ২৯৭
অস্ট্রেলিয়া ৪২৫ ও ২০/১
৯ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজ (Ashes 2021-22) ধরে রাখার লড়াইয়ে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী টেস্ট সিরিজের প্রথম টেস্টেই দুরন্ত জয় পেল প্যাট কামিন্সের (Pat Cummins) ক্যাঙারু বাহিনী। ব্রিসবেনের গাবায় ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
গাবায় ৪২৫ রানে থেমেছিল অজিদের প্রথম ইনিংস। গতকাল অর্থাৎ শুক্রবার তৃতীয় দিনের শেষে টেস্টে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছিল ইংল্যান্ড। ক্যাপ্টেন জো রুট (Joe Root) ও দাভিদ মালানের (Dawid Malan) ১৫৯ রানের যুগলবন্দিতে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল স্কোরবোর্ডে। অপরাজিত ব্যাটার মালান (১৭৭ বলে ৮০) ও রুট (১৫৮ বলে ৮৬) চতুর্থ দিনের শুরুটা করেছিলেন। হাতে ছিল ৮ উইকেট।
A near-complete performance from Australia sees them take a one-nil lead in the series #Ashes
(@cricketcomau) December 11, 2021
শনিবার সকালে ইংল্যান্ড ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সৌজন্যে ন্যাথান লিঁয়র ৪ উইকেট। তাঁকে সঙ্গ দেন কামিন্স ও ক্যামেরন গ্রিন। দু'টি করে উইকেট তুলে নেন তাঁরা। বড় রানের আশা জাগানো মালান মাত্র ২ রান যোগ করতে পেরেছেন এদিন। ৮২ রানে লিঁয়র শিকার হন তিনি। অন্যদিকে ক্যাপ্টেন রুট ফিরে যান ৮৯ রানে। গ্রিনের বলে ক্যাচ আউট হন তিনি। মালান-রুট ফেরার পর বেন স্টোকস (১৪), জস বাটলার (২৩), ক্রিস ওকস (১৬), অলি রবিনসন (৮) আসেন আর কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে ফিরে যান। ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
অস্ট্রেলিয়াকে জেতার জন্য মাত্র ২০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে অবলীলায় জয়ের রান তুলে নেয়। টেস্ট অধিনায়ক হিসাবে জয় দিয়েই পথচলা শুরু হল কামিন্সের। অন্যদিকে প্রতীক্ষিত ৪০০ নম্বর টেস্ট উইকেটটি পেয়ে গেলেন লিঁয়।
সেই দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার লিঁয় এদিন ১৯ রানে ৪ উইকেটের সৌজন্যে ৪০০ ক্লাবের সদস্যপদ পেয়ে গেলেন। তাঁর দেশেরই দুই কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও শেন ওয়ার্নদের (৭০৮) দলে নাম লেখালেন লিঁয়। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসাবে ৪০০ টেস্ট উইকেট পাওয়ার নজির গড়লেন লিঁয়। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে গোলাপি বলের দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে দুই দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)