নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) ইন্দোনেশিয়ার (Indonesia) বিরুদ্ধে বিশাল বড় জয় ভারতের (Indian Hockey)। আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল। ১৬-০ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী টিম ইন্ডিয়া। আর সেই সঙ্গেই নক আউটে জায়গা করে নিল ভারতীয় হকি দল। সুপার ফোরে ২৮ মে ফের একবার জাপানের বিরুদ্ধে নামবে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারত। পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল। তবে এ দিন জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গিয়েছিল পাকিস্তান। তাই ভারতকে নক-আউটে যেতে হলে ১৫-০ ব্যবধানে জিততেই হত। অবশেষে ১৬-০ ব্যবধানে বিপক্ষকে হেলায় হারিয়ে সেই লক্ষ্যপূরণ করল ভারত।


এ দিন ম্যাচের ১১ মিনিটের পবনের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। ১২ মিনিটেই ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন পবন রাজভর। ১৪ মিনিটে উত্তম সিং ভারতের হয়ে তৃতীয় গোল করেন। প্রথম কোয়ার্টার শেষে ভারত ৩-০ ফলে এগিয়ে ছিল। ১৮ মিনিটে এসভি সুনীল পেনাল্ট কর্ণার থেকে ভারতকে ৪-০ ফলে এগিয়ে দেন। ঠিক তার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিলাম সঞ্জীব ভারতের হয়ে ৫-০ করেন। নিজের দ্বিতীয় গোল করে ভারতের হয়ে ৬-০ করেন সুনীল। দ্বিতীয় কোয়ার্টার শেষে ভারতের পক্ষে স্কোর ছিল ৬-০।


 



ভারতের হয়ে ৭-০ করেন কার্তি সেলভাম। ৪১ মিনিটে দীপশান তিরকে ম্যাচে নিজের প্রথম এবং ভারতের হয়ে অষ্টম গোল করেন। ঠিক এর পরের মিনিটেই ভারতের হয়ে নবম এবং নিজের দ্বিতীয় গোল করেন তিরকে। আব্রাহাম সুদেব ভারতের হয়ে ১০ম গোলটি করেন। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ১০ গোলে এগিয়ে ছিল।


৪৬তম মিনিটে আব্রাহাম সুদেব ম্যাচে তার দ্বিতীয় এবং ভারতের হয়ে ১১তম গোলটা করেন। ভারতের হয়ে ১২তম গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিরকে। নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ভারতের হয়ে ১৩তম গোলটি করেন পবণ রাজভর। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে কার্তি সেলভাম ভারতের ১৪তম গোলটি করেন। এরপর ম্যাচে নিজের চতুর্থ এবং পঞ্চম গোলটি করে ভারতকে ১৬-০ ফলে বিরাট জয় এনে দিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেন দীপশান তিরকে।


আরও পড়ুন: Wriddhiman Saha, Ranji Trophy: রঞ্জি খেলতে চাইছেন না জানিয়ে দিল সিএবি, পাল্টা জবাব দিলেন ঋদ্ধি


আরও পড়ুন: Rafael Nadal, French Open 2022: কেরিয়ারের ৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে রাফা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App