Asian Boxing Championships 2021: দেশকে সোনা এনে দিলেন Pooja Rani, রুপো জয়ী Mary Kom ও Lalbuatsaihi
গতবারের চ্যাম্পিয়ন পুজার সৌজন্যে ভারত এই প্রতিযোগিতায় এবারের প্রথম সোনা জিতল।
নিজস্ব প্রতিনিধি: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে (Asian Boxing Championships 2021) দেশের মুখ উজ্জ্বল করলেন পূজা রানি (Pooja Rani)। দুবাইয়ে অনুষ্ঠিত রবিবাসরীয় ফাইনালে পূজা মেয়েদের ৭৫ কেজি মিডল ক্যাটাগরিতে সোনা ছিনিয়ে নিলেন। বছর তিরিশের হরিয়ানার এশিয়াড ব্রোঞ্জ জয়ী বক্সার ৫-০ উড়িয়ে দিলেন উজবেকিস্তানের মাভলুদা মভলোনোভাকে (Mavluda Movlonova)। গতবারের চ্যাম্পিয়ন পূজার সৌজন্যে ভারত এই প্রতিযোগিতায় এবারের প্রথম সোনা জিতল।
আরও পড়ুন: Yuzvendra Chahal এবং Dhanashree Verma; জুটি বেঁধে ঝড় তুলছেন নেটিজেনদের বুকে
অন্যদিকে মেয়েদের ৫১ কেজি ফাইনালে ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমকে (MC Mary Kom) হারতে হয়েছে। অল্পের জন্য মেরি হেরেছেন কাজাখস্তানের নাজিম কাইজাইবের কাছে। মেরি রুপো নিয়ে দেশে ফিরবেন। ৬৪ কেজিতে বিভাগে দেশের আরেক রুপো জয়ী বক্সার লালবুয়াতসাইহি (Lalbuatsaihi)। মিলানা সাফরোনোভার কাছে সোনা খুইয়েছেন। ৮১ কেজি বিভাগে দেশের আরেক মেয়ে অনুপমার লড়াই বাকি আছে। তিনিও সোনা জয়ের দাবিদা