নিজস্ব প্রতিবেদন- এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার কয়েকদিন আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার এশিয়ান গেমসে সোনা জয়ী বাংলার আরেক অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক যোগ দিলেন গেরুয়া শিবিরে। ২০০৬ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন পিঙ্কি। কমনওয়েথ গেমসের ৪০০ মিটার রিলেতে রূপো জিতেছিলেন তিনি। এদিন কলকাতায় বিজেপির সদর দফতরে পিঙ্কির হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি পরিবারে পিঙ্কিকে স্বাগত জানান তিনি। অর্জুন পুরস্কার জয়ী জ্যেতির্ময়ী শিকদারকে বিজেপি রাজ্য কর্মসমিতির সদস্য করা হয়েছে। ১৪ তম লোকসভা নির্বাচনে বামফ্রন্টের হয়ে লড়াই করা জ্যোতির্ময়ীর বিজেপি যোগদানে রাজ্য রাজনীতিতে হইচই হয়েছিল। ২০২১ নির্বাচনের আগে পিঙ্কিকে দল কী দায়িত্ব দেয় এখন সেটাই দেখার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আইপিএল ২০২০-তে একমাত্র বাংলাদেশী ইনি! তবে ক্রিকেটার নন


২০১২ সালে প্রবল বিতর্কের মুখে পড়েন পিঙ্কি। তাঁরই এক বান্ধবী পিঙ্কির নামে ধর্ষণের অভিযোগ করেছিলেন। এতদিন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে মহিলাদের ইভেন্টে অংশ নেওয়া পিঙ্কির লিঙ্গ নির্ধারণ নিয়ে তদন্তে নামে পুলিস। অনেক কাঠ-খড় পুড়িয়ে শেষমেশ অভিযোগ থেকে অব্যহতি পান পিঙ্কি। ২০১৪ সালে কলকাতা হাই কোর্ট তাঁকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেয়। পূর্ব রেলের কর্মী পিঙ্কির চাকরি নিয়েও টানাটানি পড়েছিল। কিন্তু শেষমেশ আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পর পিঙ্কি চাকরিতে বহাল থাকেন।