নিজস্ব প্রতিবেদন: আগামিকাল অর্থাৎ বুধবার টোকিও অলিম্পিক্সে (Tokyo) তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিপক্ষে খেলতে নামছেন লভলিনা বড়গোহাঁই Lovlina (Borgohain)। সেমিফাইনালে উঠেই পদক নিশ্চিত করে ফেলেছেন অসমের মেয়ে। বুধবার সকাল ১১টায় রিংয়ে নামবেন লভলিনা। আর সেই সময় টানা ৩০ মিনিট অসম বিধানসভায় কাজকর্ম স্থগিত থাকবে! এমনই বেনজির সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। চলতি বাদল অধিবেশনে থামবে লভলিনার জন্যই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: PM Modi: টোকিও অলিম্পিক্সের টিম ১৫ অগাস্ট লাল কেল্লায়, মোদীর 'বিশেষ অতিথি' সকলে


অসমের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামের মেয়েই গত শুক্রবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন। টোকিওতে ওয়েল্টারওয়েট বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই চেন নিয়েনকে হারিয়ে দিয়েছেন তিনি। আর এই জয়ের সঙ্গে অলিম্পিক্সে ভারতের পদক নিশ্চিত করেছেন লভলিনা। অন্তত ব্রোঞ্জ পাচ্ছেনই তিনি। মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক দিলেন লভলনি। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিং হাত ধরে। ন'বছর পর ভারতের অলিম্পিক্স পদক আসছে বক্সিং থেকে। মেরি এবং বিজেন্দ্রর ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ।


নিজের রাজ্যের অ্যাথলিটকে অনুপ্রাণিত করতে অসম নিঃসন্দেহে একটি ভাল পদক্ষেপ নিচ্ছে আগামিকাল। তবে আরও একটি রাজ্যের কথা বলতেই হচ্ছে। সেটি ওড়িশা। অলিম্পিক্সে ভারতীয় হকির (পুরুষ ও মহিলা দল) দুরন্ত সাফল্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অবদানের অনস্বীকার্য। গত কয়েক বছর ধরেই ভারতীয় হকি দলের স্পনসর ওড়িশা সরকার৷ ৭৪ বছর বয়সি নবীন পট্টনায়েক একসময় নিজে চুটিয়ে হকি খেলতেন। স্কুলের হকি দলের গোলকিপারও ছিলেন তিনি। আজ ওড়িশার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছে সোশ্যাল মিডিয়া। ২০১৮ থেকে এখনও পর্যন্ত ওড়িশা সরকার ভারতীয় হকির জন্য ১৫০ কোটি টাকা খরচ করেছে। যার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)