ওয়েব ডেস্ক: তৃতীয় আইএসএলের শুরুটা ভাল হল না প্রথমবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দি কলকাতার। ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফ সি-র কাছে আটকে যেতে হল হিউমদের। শেষমুহুর্তে হিউম পেনাল্টি থেকে গোল না করলে আরও লজ্জার মুখে পড়তে হতে পারত সৌরভের দলকে। রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে  দুই-দুই গোলে ম্যাচ শেষ করে অ্যাটলেটিকো। গতবার জেজেদের কাছে হেরেই আইএসএল থেকে বিদায় নিতে হয়েছিল কলকাতাকে। তাই রবিবারের লড়াই ছিল পোস্তিগাদের কাছে বদলার ম্যাচ। এলানো,মেন্ডোজার মত বিদেশি দল ছাড়লেও রবিবার খেলার শুরু থেকেই সেয়ানে সেয়ানে লড়াই করে চেন্নাই। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে এটিকে-কে এগিয়ে দেন সামেগ দ্যুতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আঙুলে চোট ধাওয়ানের, ইন্দোরে হয়তো 'ডোর' খুলবে গম্ভীরের


পোস্তিগার পাস থেকে গোল করে যান দক্ষিণ আফ্রিকান এই ফুটবলার। তবে তারপরই খেলার গতিপ্রকৃতি বদলে যায়। অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে দেয় চেন্নাই। প্রথমে জেজের পাস থেকে জয়েশ রানের গোল আর তারপর মুল্ডারের গোলে ম্যাচে এগিয়ে যায় অভিষেক বচ্চনের দল। একটা সময় মনে হচ্ছিল ঘরের মাঠে প্রথম ম্যাচেই হয়ত হারের মুখ দেখতে চলেছেন পোস্তিগা-রা। কিন্তু ত্রাতা হয়ে দাঁড়ান সেই হিউমই। জুয়ালা, দ্যুতিতে ফাউল করলে পেনাল্টি পায় কলকাতা। গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করতে ভুল করেননি হিউম।


আরও পড়ুন  ক্রিকেটে যে জিনিসটায় ভারতকে ছাপিয়ে গেল পাকিস্তান