ক্রিকেটে যে জিনিসটায় ভারতকে ছাপিয়ে গেল পাকিস্তান
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বেশি ম্যাচ জয়ের বিষয়ে ভারতকে ছাপিয়ে গেল পাকিস্তান। ওয়ানডের ইতিহাসে মোট জয়ের রেকর্ডে এখন বিশ্ব ক্রিকেটে এখন অস্ট্রেলিয়ার পরেই পাকিস্তান। তিনে ভারত। শারজায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডেতে মোট ৪৫৫টা ম্যাচ জেতা গেল পাকিস্তানের। ১৯৭৩ সাল থেকে ওয়ানডে খেলছে পাকিস্তান। ওয়াঘার ওপারের দেশ খেলেছে ৮৬৪টি ম্যাচ।
ওয়েব ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বেশি ম্যাচ জয়ের বিষয়ে ভারতকে ছাপিয়ে গেল পাকিস্তান। ওয়ানডের ইতিহাসে মোট জয়ের রেকর্ডে এখন বিশ্ব ক্রিকেটে এখন অস্ট্রেলিয়ার পরেই পাকিস্তান। তিনে ভারত। শারজায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডেতে মোট ৪৫৫টা ম্যাচ জেতা গেল পাকিস্তানের। ১৯৭৩ সাল থেকে ওয়ানডে খেলছে পাকিস্তান। ওয়াঘার ওপারের দেশ খেলেছে ৮৬৪টি ম্যাচ।
আরও পড়ুন- অনিল কুম্বলের চশমা- টুপি চুরি, কোথায়?
সেখানে ভারত ৮৯৯টি ওয়ানডে খেলে জিতেছে ৪৫৪টি ম্যাচ। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেটাই হবে ভারতের ৯০০তম ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ক দিন আগে কানপুরে ভারত ৫০০তম টেস্ট খেলেছিল।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচয়ে সফল দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জিতেছে ৫৪৭টি ওয়ানডে। মোট ৮৮৪টি ম্যাচ খেলে অসিরা জিতেছে ৬৪.৭৩% ম্যাচ। এই রেকর্ডের ধারেকাছে কেউ নেই।