ISL 2020-21: FC Goa-র বিরুদ্ধে জয়ের পর Bengaluru FC-র বিরুদ্ধে আত্মবিশ্বাসী ATK Mohun Bagan
৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন দুই নম্বরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সোমবার ফতোরদা স্টেডিয়ামে তাই দুই বনাম তিনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।
নিজস্ব প্রতিবেদন: এফসি গোয়াকে হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। জয়ে ফিরতেই পরের ম্যাচ বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) শক্ত প্রতিপক্ষ সন্দেহ নেই।
সুনীলদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) বলেন, "বেঙ্গালুরুকে গতবারের মতো শক্তিশালী বলে মনে হচ্ছে না। অন্তত এখনও সুনীল ছেত্রীরা সেরকম খেলেনি। তা বলে ওদের কম গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। গোয়াকে হারিয়েছি। আমাদের রক্ষণ যা খেলেছে তাতে বেঙ্গালুরুর বিরুদ্ধেও নিজেদের গোল অক্ষত রাখতে পারব। এব্যাপারে আমরা ১০০% আশাবাদী।"
আরও পড়ুন- Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টে উড়ন্ত Kohli-র দুরন্ত ক্যাচ, দেখুন ভিডিয়ো
কার্ল ম্যাকহিউজ (Carl McHugh) চলতি আইএসএলে ছয় মাসে দুবার ম্যাচের সেরা হয়েছেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামার আগে তিনি বলেন, "গোয়ার পর এবার বেঙ্গালুরুর সঙ্গে খেলতে হবে। আর একটা কঠিন প্রতিপক্ষ সামনে। ওরা সব বিভাগেই শক্তিশালী। সুনীল ছেত্রী তো ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বড় মানের ফুটবলার। ওর উপর নজর রাখতেই হবে। সুনীল ছাড়াও বেঙ্গালুরু টিমে আরও বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে, যাদের উপর নজর রাখতে হবে।"
৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন দুই নম্বরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সোমবার ফতোরদা স্টেডিয়ামে তাই দুই বনাম তিনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।
আরও পড়ুন- বাবার ক্লাবেই ছেলে, ম্যান ইউ-তে যোগ দিল 'জুনিয়র' Wayne Rooney