বাবার ক্লাবেই ছেলে, ম্যান ইউ-তে যোগ দিল 'জুনিয়র' Wayne Rooney
২০০৪ সালে এভারটন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) এসেছিলেন ওয়েন রুনি (Wayne Rooney)। এরপর একই ক্লাবের জার্সি গায়ে ১৪ বছর কাটিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে।
নিজস্ব প্রতিবেদন: বাবা যেখানে শেষ করেছিলেন, সেখানেই যোগ দিল ছেলে। প্রিয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) সই করল ওয়েন রুনির (Wayne Rooney) ১১ বছরের ছেলে কাই। স্ত্রী কলিন রুনি ও ছেলে কাইকে নিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গর্বিত ওয়েন রুনি (Wayne Rooney)।
Proud day. Kai signing for @ManUtd. Keep up the hard work son pic.twitter.com/tTYuUZj7yn
— Wayne Rooney (@WayneRooney) December 17, 2020
২০০৪ সালে এভারটন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) এসেছিলেন ওয়েন রুনি (Wayne Rooney)। এরপর একই ক্লাবের জার্সি গায়ে ১৪ বছর কাটিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। ৫৫৯ টি ম্যাচ খেলে ২৫৩ টি গোল করেছিলেন ম্যান ইউর (Manchester United) ১০ নম্বর জার্সিধারী ব্রিটিশ স্ট্রাইকারটি। ২০১৭ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছিল ওয়েন রুনিকে (Wayne Rooney)।
আরও পড়ুন- Mohammad Amir-এর মতোই মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন! বিস্ফোরক দাবি Shoaib Akhtar-এর
তিন বছর পর বাবার পুরনো ক্লাবে (Manchester United) এসে সই করল ওয়েন রুনির (Wayne Rooney) ১১ বছরের ছেলে। বাবার মতোই ১০ নম্বর জার্সি পেয়েছে কাই। ছেলে কাইয়ের সঙ্গে নিজের ও রুনির (Wayne Rooney) ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়েন রুনির স্ত্রী কলিন রুনি।
কলিন লিখেছেন, গর্বের দিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করল কাই।
আরও পড়ুন- Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টে উড়ন্ত Kohli-র দুরন্ত ক্যাচ, দেখুন ভিডিয়ো