নিজস্ব প্রতিবেদন:  শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। গাঁটছড়া বাঁধার পর প্রথমবার বৈঠকে বসছেন নতুন কোম্পানির ডিরেক্টররা। কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হতে চলেছে এই বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মেগা বৈঠকে থাকবেন RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের তরফ থেকে থাকবেন সচিব সৃঞ্জয় বোস আর অর্থ সচিব দেবাশিস দত্ত। তবে এই বৈঠকের বাড়তি ইউএসপি হতে চলেছে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির উপস্থিতি।



প্রথম বোর্ড মিটিংয়ে চূড়ান্ত হবে নতুন দলের নাম। এটিকে মোহনবাগান নামেই আইএসএলে খেলার সম্ভাবনা বেশি দলটির। তবে কোটি কোটি মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে চিরাচরিত সবুজ-মেরুন জার্সি সম্ভবত থাকতে চলেছে। সূত্রের খবর, এটিকে-মোহনবাগানের অ্যাওয়ে জার্সি লাল-সাদা নাও হতে পারে। বিদেশি ক্লাবগুলোর ঢঙে রয় কৃষ্ণাদের অ্যাওয়ে জার্সিতে আসতে পারে নতুন রঙ। সব মিলিয়ে শুক্রবার বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নতুন দলের নতুন নাম,জার্সি আর লোগো।


এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথমবার আইএসএল খেলতে চলেছে মোহনবাগান। এএফসি কাপের গ্রুপ পর্যায়তেও খেলবে নতুন দলটি।



আরও পড়ুন - এশিয়া কাপ নিয়ে সৌরভকে আক্রমণ করার পরেই পাল্টি খেল PCB!