নিজস্ব প্রতিবেদন : মরশুম শুরু হওয়ার আগেই  ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার জবি জাস্টিনকে নিয়ে জমে উঠল দলবদলের নাটক। বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটিকে জানিয়ে দিল, যে তিন বছরের জন্য তাদের চুক্তিপত্রে সই করেছেন জবি জাস্টিন।  ২০১৯ সালের জুন মাস থেকেই  এটিকে-র ফুটবলার হতে চলেছেন কেরলের এই স্ট্রাইকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



২০১৮-১৯ মরশুমে আই লিগে জোড়া ডার্বিতে গোল করার পরেই জবিকে পেতে ঝাঁপায় কলকাতার আইএসএল দল এটিকে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর মোটা অঙ্কের অফার দেওয়া হয় জবিকে।  সেই সময় ইস্টবেঙ্গল জবির কথা শোনেনি।  তাই এটিকে-র চুক্তিপত্রে সই করে দেন তিনি।  অনেক পরে আসরে নামে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুতে বোর্ড মিটিংয়ের পরেই ক্লাবে জবিকে ডেকে পাঠান লাল-হলুদ কর্তারা । দীর্ঘ আলোচনার পরেই জবি ইস্টবেঙ্গল ক্লাবকে তাঁর টোকেন তুলে দেন বলে দাবি করেন লাল-হলুদ কর্তারা। 



আইএফএ-র নিয়ম বলছে টোকেন যার, ফুটবলার তার।  কিন্তু সেই নিয়ম তো আর ধোপে টেকেনা এআইএফএফ-এ।  ফলে বলাই যায় জবির দলবদল নিয়ে জলঘোলা হতেই পারে। 


আরও পড়ুন -  সৌরভ গঙ্গোপাধ্যায়কে নোটিস পাঠাল বিসিসিআই