নিজস্ব প্রতিবেদন: জয় দিয়েই অস্ট্রেলিয়ান সামার শুরু অজিদের। করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচের হার কোহলির টিম ইন্ডিয়ার। স্মিথ-ফিঞ্চের জোড়া শতরান আর বল হাতে হ্যাজেলউড-জাম্পার দাপটে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৬৬ রানে হারাল অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সিডনিতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারের দুরন্ত শতরানের ওপেনিং পার্টনারশিপ। আর তাতেই বড় রানের ভিত গড়ে ফেলে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ  (১১৪) ও স্টিভ স্মিথের (১০৫) শতরান। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতের সামনে বিরাট রানের টার্গেট চাপিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান তোলে অজিরা। ওয়ার্নার ৬৯ রান করেন। ভারতের হয়ে মহম্মদ শামি ৩ উইকেট নেন।



৩৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। মায়াঙ্ক আগরওয়াল (২২), বিরাট কোহলি (২১), শ্রেয়স আইয়ার (২) ফিরে যান পর পর। তিনজনেই হ্যাজেলউডের শিকার।  ১২ রান করেন রাহুল। এরপর হার্দিক পাণ্ডিয়া এবং শিখর ধাওয়ান জুটি ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। কাজে এল না হার্দিক পাণ্ডিয়া (৯০)-শিখর ধাওয়ানের (৭৪) লড়াই।  এরপরেই বল হাতে জাম্পার দাপট। নেন চার উইকেট। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে। ৬৬ রানে জিতল অস্ট্রেলিয়া।


আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল ভারত, ফিরল দর্শকও। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলল বিরাট কোহলির দল। ডনের দেশে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিরানব্বই বিশ্বকাপের সেই নেভি ব্লু রঙের রেট্রো জার্সি পরে মাঠে নামেন কোহলি-রাহুলরা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে আবার দর্শক ফিরল এই ম্যাচ দিয়েই। তবে কোভিড বিধি মেনে ৫০ শতাংশ।


 



এদিন প্রয়াত দুই ক্রিকেটার ফিল হিউজ এবং ডিন জোন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাচ শুরু হওয়ার আগে দু'জনের সম্মানেই নীরবতা পালন করেন স্মিথ কোহলিরা। ডিন জোন্সের প্রতি শ্রদ্ধা জানাতে অ্যারোন ফিঞ্চ এবং বিরাট কোহলিরা কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন।


 



হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের ক্রিকেটাররা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।


আরও পড়ুন- ISL 2020-21: ডার্বিতে কী হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম এগারো, জেনে নিন