নিজস্ব প্রতিনিধি : বিমান অবতরণের সময় একবার একটু যা সমস্যায় পড়েছিলেন। ব্যস, ওইটুকুই। না হলে বাকি সময়টা তিনি দক্ষ পাইলটের মতোই চালাচ্ছিলেন।  তাও আবার যেমন-তেমন প্লেন নয়, তিনি চালাচ্ছিলেন বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী প্লেন। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা প্রমাণ করলেন, তিনি শুধু ভাল ব্যাটসম্যানই নন, ভাল পাইলটও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বোর্ডের নতুন ওম্বুডসম্যান হলেন ডিকে জৈন


বাইকার ধোনির কথা বিশ্ব ক্রিকেটের জানা। মোটরসাইকেলের প্রতি ধোনির সেই ভালবাসা বহুবার সচক্ষে দেখেছেন সমর্থকরা। কিন্তু পাইলট উসমান খোয়াজার কথা হয়তো অনেকেই জানেন না। তিনি কিন্তু মোটরসাইকেল বা চার চাকায় আটকে থাকলেন না। প্রশিক্ষিত পাইলট হিসাবে চালালেন এয়ারবাস এ-থ্রিএইটটি। অজি ওপেনার খেয়াজার এমন প্রতিভার কথা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএ-র অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হল। সেখানে খোয়াজাকে পাওয়া গেল পাইলট হিসাবে। ককপিটে বসা খোয়াজার পারফরম্যান্স কিন্তু প্রশংসনীয়।


আরও পড়ুন-  IND vs AUS: চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া



ছোট বেলা থেকেই বিমানর প্রতি আলাদা একটা ভালবাসা ছিল খোয়াজার। অজি ব্যাটসম্যান নিজেই বলছিলেন সে কথা। তাই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-স্কুল অব এভিয়েশন থেকে তিনি বিমান উড়ানোর লাইসেন্স অর্জন করেন। খোয়াজা বলছিলেন, বিমানের প্রতি আমার প্রবল আকর্ষণ রয়েছে। তাই পাইলট হওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। আমাকে এই নতুন ভূমিকায় দেখে মা খুব খুশি।