নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আর ক্রিকেট অস্ট্রেলিয়ার টানাপোড়েন অব্যাহত। সোমবারই অস্ট্রেলিয়ার ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। তাতে দেখা যাচ্ছে কোহলিরা অস্ট্রেলিয়ার গিয়ে প্রথম টেস্ট খেলবেন অ্যাডিলেডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সপরিবারে সমুদ্রবিলাসে 'দ্য ইউনিভার্স বস'!


ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে সেই টেস্ট হোক দিন-রাতের। কিন্তু তাতে আপত্তি রয়েছে ভারতীয় বোর্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড জানিয়েছেন বিসিসিআই কর্তাদের সঙ্গে এব্যাপারে কথাবার্তা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে আশা তার। ভারতীয় দল পরের তিনটে টেস্ট খেলবে পারথ, মেলবোর্ন আর সিডনিতে। টেস্টের লড়াইয়ে নামার আগে তিনটে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। ফলে টি-২০ খেলেই টেস্ট সিরিজের প্রস্তুতি সেরে নিতে পারবে কোহলি ব্রিগেড। টেস্ট সিরিজের পর তিনটে একদিনের ম্যাচ খেলার কথা ব্লু ব্রিগেডের।


আরও পড়ুন- কোহলির ক্যাচে ‘ধরা পড়লেন’ অনুষ্কা!