Boxing Day Test কোভিড হটস্পট! সিডনি টেস্টের আগে চাঞ্চল্য
বক্সিং ডে টেস্টকে ((Boxing Day Test) ) কোভিডের সম্ভাব্য হটস্পট (Covid Hotspot) হিসেবে চিহ্নিত করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর।
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝে ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দেয় অস্ট্রেলিয়া সরকার। আর সেটাই বিপদ ডেকে আনল। মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) দেখা এক দর্শক করোনায় আক্রান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানান হয়েছে, কোভিড বিধি মেনে করোনা আক্রান্ত ওই দর্শককে আইসোলেশনে রাখা হয়েছে। বক্সিং ডে টেস্টকে ((Boxing Day Test) ) কোভিডের সম্ভাব্য হটস্পট (Covid Hotspot) হিসেবে চিহ্নিত করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফে জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন মেলবোর্নে (Melbourne Cricket Ground) অর্থাত্ ২৭ ডিসেম্বর খেলা দেখতে এসেছিলেন ওই ক্রিকেটপ্রেমী। গ্রেট সাদার্ন স্ট্যান্ডের জোন-৫ এ বসেছিলেন তিনি। ওই দিন দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি।
আরও পড়ুন- conflict of interest-এ জড়িয়ে গেল ভারত অধিনায়ক Virat Kohli'র নাম
করোনা উদ্বেগের মাঝেই বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) তৃতীয় টেস্ট। তার আগে এই খবরে চাঞ্চল্য। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে নিউ সাউথ ওয়েলস প্রশাসন (NSW Government) সিডনিতে দর্শক সংখ্যাও বেঁধে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে পঁচিশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Virat Kohli-Hardik Pandya'র বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ! সাফাই Baby Village-এর মালিকের