জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেই আই লিগ (I-League) থেকেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) আর মোহনবাগানের (Mohun Bagan) লড়াই ভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম আকর্ষণ। যা জারি রয়েছে আইএসএলেও (ISL)। তাই তো রয় কৃষ্ণার (Roy Krishna) পরিবর্ত হিসেবে এ বার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos) দলে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত দু'বছরে বেঙ্গালুরু এফসির পারফফরম্যান্স সে রকম প্রত্যাশা অনুযায়ী না হলেও, নতুন মরসুমের শুরু থেকেই বেঙ্গালুরু ও এটিকে-মোহনবাগান একে অপরকে টেক্কা দিয়ে যে চলতে চাইছে, সেটা দুই ক্লাবের গতিবিধিতেই স্পষ্ট। শনিবারেই ফিজিয়ান (Fiji) স্ট্রাইকার রয় কৃষ্ণাকে দলে নিয়ে চমক দিয়েছিল বেঙ্গালুরু। যদিও সরকারি ভাবে তারা কিছুই জানায়নি। সোমবার দুপুরেই বেঙ্গালুরুর জার্সি গায়ে রয় কৃষ্ণার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় 'ফিজিয়ান ফ্য়ালকন'-এর দলভুক্ত হওয়ার ঘোষণা করেছিল তারা। কিন্তু এর কিছুক্ষণ পরেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে (Fifa Russia World Cup) খেলা অস্ট্রেলীয় (Australia) ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে পাল্টা দিল সবুজ-মেরুনও।



ইতিমধ্যেই পাঁচ বিদেশি নিশ্চিত হয়ে গিয়েছে এটিকে-মোহনবাগানে। তাঁরা হলেন, কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, হুগো বুমোস, ব্রেন্ডন হ্যামিল। ষষ্ঠ বিদেশি নিয়ে নানা চিন্তাভাবনা চলছিল প্রীতম কোটালদের দলে। এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এমন একজন ফুটবলারের খোঁজ করছিলেন যিনি স্ট্রাইকার ছাড়াও, আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। স্কোরার ও স্কিমার-- দু'ভূমিকাতেই সফল দিমিত্র। 



এটিকে-মোহনবাগান সূত্রে খবর,স্ট্রাইকারের পিছনে থেকে খেলে গোল করতে স্বচ্ছন্দ তিনি।  দলের প্রয়োজনে স্ট্রাইকার, আক্রমণাত্মক ফুটবলার হিসেবে খেলতে পারেন। প্রয়োজনে উইঙ্গার হিসেবেও খেলার নজির রয়েছে তাঁর।


 



চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার 'এ' লিগে ব্রিসবেন রোরস-এর জার্সি গায়ে সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। এই ক্লাবের হয়ে ২০১৩-১৭ সাল পর্যন্ত ১০২ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন তিনি। তাঁর জার্সি নম্বর ৯। রাশিয়া বিশ্বকাপেও ৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন তিনি। গত মরসুমে 'এ'ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন তিনি। 


আরও পড়ুন: Roy Krishna: এ বার সুনীল ছেত্রীর সঙ্গে বেঙ্গালুরু এফসি-তে খেলবেন ফিজির তারকা


আরও পড়ুন: Sachin Tendulkar: ঈশানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কী লিখলেন মাস্টার ব্লাস্টার?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)