নিজস্ব প্রতিনিধি : ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো প্রথমসারির ক্রিকেটারের শাস্তির পরও টনক নড়েনি বিশ্ব ক্রিকেটের। আরও একবার বল-বিকৃতি কাণ্ড জেন্টলম্যান্স গেম-এ। এবার বল-বিকৃতি কাণ্ডে নাম জড়াল শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমালের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৪৮১ রানের মাইলস্টোন ইংল্যান্ডের, ২৪২ রানে বিরলতম হার অস্ট্রেলিয়ার


সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন কাণ্ড ঘটালেন চাণ্ডিমাল। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, চাণ্ডিমাল মিষ্টিজাতীয় কিছু একটা ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছিলেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পকেট থেকে কিছু একটা বের করে মুখে দেন চাণ্ডিমাল। তার পর কয়েক সেকেন্ড বাদেই মুখ থেকে লালা বের করে বলে মাখান। শুনানির সময় চাণ্ডিমাল নিজেও স্বীকার করে নেন, মিষ্টিজাতীয় কিছু একটা তিনি মুখে রেখেছিলেন। তবে সেটা কী তা মনে করতে পারেননি শ্রীলঙ্কার ক্যাপ্টেন। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বলেন, ''ওর এরকম স্বীকারোক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আইসিসির নিয়মানুযায়ি ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।'' 


আরও পড়ুন- ৩৪ বছর পর শাসন হারিয়ে অবনমন অস্ট্রেলিয়ার


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না চাণ্ডিমাল। তাঁকে নির্বাসনে পাঠিয়েছে আইসিসি।