ব্যুরো: ব্যালন ডিওর ঘোষণার দুমাস আগেই কি ঠিক হয়ে গেল কে পাচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? স্প্যানিশ মিডিয়ার একটা খবরে তোলপাড় ফুটবল মহলে। 



কয়েকটি রিপোর্টে বলা হয়েছে এবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে ব্যালন ডিওর পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। এই খবরের পরই জল্পনা শুরু। তাহলে কি এখনই ফাঁস হয়ে গেল কে পাচ্ছেন ব্যালন ডিওরের পুরস্কার? শেষ এক বছরের ফর্ম ও ট্রফি পাওয়ার বিচারে মেসির থেকে এগিয়ে রোনাল্ডো। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি দেশের জার্সিতে ইউরো জিতেছেন সিআর সেভেন। গোলও করেছেন প্রচুর। তাই মনে করা হচ্ছে এবার ব্যালন ডিওর পাওয়ার এক নম্বর দাবিদার রোনাল্ডোই। ফাঁস হওয়া রিপোর্টে এমনও বলা হয়েছে যে ফিফার নতুন পুরস্কার THE BEST এবার পাবেন সিআর সেভেন। সব মিলিয়ে ফাঁস হওয়া রিপোর্ট নিয়ে জল্পনা তুঙ্গে।