Ballon d`Or 2023 | Lionel Messi: ফের বিশ্বজয়, অষ্টমবার মেসির মাথায় সেরার শিরোপা
৩৬ বছরের মেসি, প্রথম এমএলএস-র খেলোয়াড় যিনি এই খেতাব জিতেছেন। যদিও এই জয়টি মূলত কাতারে তার দেশের বিশ্বকাপ জয়ের কারণেই এসেছে। প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা এবং বর্তমানে ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম প্যারিসে তার তাঁর দলের তারকা মেসিকে নিজের হাতে পুরস্কারটি তুলে দেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টার মিয়ামি সিএফ তারকা লিওনেল মেসি ফের গড়লেন রেকর্ড। অষ্টমবার ব্যালন ডি'অর জিতেছেন তিনি। গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পর ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার আরলিং হ্যাল্যান্ডকে হারিয়ে ৩৬ বছর বয়সী তারকা ফের এই খেতাব জিতলেন।
৩৬ বছরের মেসি, প্রথম এমএলএস-র খেলোয়াড় যিনি এই খেতাব জিতেছেন। যদিও এই জয়টি মূলত কাতারে তার দেশের বিশ্বকাপ জয়ের কারণেই এসেছে। প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা এবং বর্তমানে ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম প্যারিসে তার তাঁর দলের তারকা মেসিকে নিজের হাতে পুরস্কারটি তুলে দেন।
হালান্ড, যিনি গত মরসুমে ৫২ গোল করেছিলেন। মূলত তাঁর হাত ধরেই সিটি ২০২২-২৩ সালে ট্রেবল জিতেছিল।এই খেতাবের ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। বছরের সেরা স্ট্রাইকারকে দেওয়া গার্ড মুলার ট্রফি জিতেছেন হালান্ড।
আরও পড়ুন: Eastern Railway: আপনি ইডেনে খেলা দেখুন নিশ্চিন্তে, থাকবে রাতে ফেরার জোড়া লোকাল ট্রেন!
পুরষ্কার পাওয়ার পর মেসি বলেন, ‘আমার যে ক্যারিয়ার রয়েছে তা কল্পনাও করতে পারিনি। আমি যা অর্জন করেছি তার সবকিছুই’। তিনি আরও বলেন, ‘বিশ্বের সেরা দল, ইতিহাসের সেরা দলের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে আমার। এই স্বতন্ত্র ট্রফি জিততে পেরে ভালো লাগছে’।
তিনি বলেন, ‘কোপা আমেরিকা এবং তারপরে বিশ্বকাপ জেতা, এটি করা আশ্চর্যজনক। সবকটি [ব্যালন ডি'ওর পুরস্কার] বিভিন্ন কারণে বিশেষ’।
মেসির পুরস্কার পাওয়ার আগে, বার্সেলোনা এবং স্পেনের মহিলা দলের মিডফিল্ডার আইতানা বনমাটি ক্লাব এবং দেশের হয়ে রেকর্ড-ব্রেকিং বছর কাটানোর কারণে ব্যালন ডি'ওর ফেমিনিন জিতেছিলেন। এই মরসুমে স্পেনকে বিশ্বকাপ জেতানোর আগে তিনি গত মরসুমে বার্সাকে লিগা এফ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন।
আরও পড়ুন: Inzamam-ul-Haq: কলকাতায় বাবররা, লাহোরে বিরাট ব্রেকিং, ইনজির ইস্তফায় বিতর্ক!
সোমবার মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ সেরা গোলরক্ষকের জন্য লেভ ইয়াসেন ট্রফি জিতেছেন এবং ২১ বছরের কম বয়সী বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামকে কোপা ট্রফি দেওয়া হয়েছে।
তার বক্তৃতায় মেসি আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মেসি বলেন, ‘আমার বক্তব্যের শেষ উল্লেখ দিয়েগো [ম্যারাডোনার] জন্য। আজ তার জন্মদিন। তাই আমি এখান থেকে তাকে স্মরণ করতে চাই’। আপনি যেখানেই থাকুন না কেন, দিয়েগো, শুভ জন্মদিন’।
এখনও কোনও খেলোয়াড়ই মেসির চেয়ে বেশি বার ব্যালন ডি'ওর জেতেনি। তিনি প্রথমে ২০০৯ সালে এবং তারপরে ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে এটি জিতেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)