Bangladesh Quota Protest: পদ্মাপার জ্বলছে সংরক্ষণের আগুনে, এবার ময়দানে তামিম-মুশফিকুররাও
Bangladesh Cricketers On Quota Protest: কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে শামিল এবার বাংলাদেশের ক্রিকেটাররাও। নেটদুনিয়ায় তাঁরা অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালো নেই পড়শি রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh)। কোটা বিরোধী আন্দোলনের আগুনে পুড়ছে পদ্মাপার (Bangladesh Quota Protest)। পুলিস, ছাত্রলিগ, বিক্ষোভকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই নিহত ৬। তাঁদের মধ্যে তিন পড়ুয়া। ঢাকায় ২ জন, চট্টগ্রামে ৩ জন ও রংপুরের একজন মারা গিয়েছেন। আহতের সংখ্য়া ৪০০-রও বেশি। ক্রমেই অগ্নিগর্ভ হচ্ছে পরিস্থিতি। গত বুধবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশের স্কুল-কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এবার প্রতিবাদে সরব হলেন বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা ফেসবুকে সরব হয়েছেন।
আরও পড়ুন: 'ও ভীষণ ভীষণ...!' বিয়ে কি সত্যিই হচ্ছে? নায়িকা বলেই দিলেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)