ওয়েব ডেস্ক: বার্নাবিউয়ের পর এবার বার্সেলোনা শো ন্যু ক্যাম্পে। এল ক্লাসিকোর পর বাহাত্তর ঘন্টার মধ্যেই ফের মেসি ম্যাজিক। বুধবার রাতে স্প্যানিশ লা লিগায় বার্সার গোলের সুনামি। ওসাসুনাকে সাত-এক গোলে উড়িয়ে দিয়ে স্পেনের সেরা হওয়ার আশা বাঁচিয়ে রাখল ক্যাটালিয়ান্স ক্লাব। এনরিকে জমানার শেষদিকে বার্সায় খেলায় যেন গোলের ফুলঝুরি। ওসাসুনার বিরুদ্ধেও দলকে এগিয়ে দেন সেই মেসি। এল ক্লাসিকোয় গোল করে জার্সিতে নিজের নাম দেখিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করেছিলেন এলএম টেন। বুধবার রাতে ফুটবলের ম্যাজিশিয়ানের গোল দেখে একই রকম কায়দায় সেলিব্রেট করলেন হাজার হাজার বার্সেলোনার সমর্থক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা না করে আইসিসিকে চাপে রাখল বিসিসিআই


জোড়া গোলের পর বার্সেলোনার জার্সিতে মেসির গোলের সংখ্যা দাঁড়াল পাঁচশো দুই। মেসি  ছাড়াও ওসাসুনার বিরুদ্ধে জোড়া গোল করেন আন্দ্রে গোমেস ও পাকো আলকাসার। দ্বিতীয়ার্ধে একটা সময় দশ মিনিটে চারটে গোল হয়। সেই সময় বার্সেলোনাকে যেন থামানোই যাচ্ছিল না। ক্যাটালিয়ান্স ক্লাবে সপ্তম মরশুমে এসে প্রথম গোল করেন মাসচেরানো। বার্সেলোনার স্পেভেন স্টার পারফরম্যান্সের পর লা লিগার চ্যাম্পিয়নশিপ ফাইট এখনও ওপেন।


আরও পড়ুন  নিজের পাজামা বিক্রি করে হলেও 'ধোনিকে কিনবেন শাহরুখ'