চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা না করে আইসিসিকে চাপে রাখল বিসিসিআই
ভারতীয় বোর্ডের প্রাপ্য টাকা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল আইসিসি। পাল্টা হিসেবে আইসিসিকে ভাতে মারার উদ্যোগ নিল বিসিসিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা না করে শুধু আইসিসিকে অগ্রাহ্য করায় নয়, চাপে ফেলার বার্তা দিয়ে রাখল বিসিসিআই। ইঙ্গিত দিয়ে রাখল প্রয়োজনে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়াতেও পিছপা হবে না। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দল হল সোনার ডিম পাড়া হাঁস। ভারত না খেললে নিশ্চিতভাবে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। সেটা বুঝেই প্রায় সাড়ে ছশো কোটি টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে ভারতীয় বোর্ডকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আইসিসি।
ব্যুরো:ভারতীয় বোর্ডের প্রাপ্য টাকা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল আইসিসি। পাল্টা হিসেবে আইসিসিকে ভাতে মারার উদ্যোগ নিল বিসিসিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা না করে শুধু আইসিসিকে অগ্রাহ্য করায় নয়, চাপে ফেলার বার্তা দিয়ে রাখল বিসিসিআই। ইঙ্গিত দিয়ে রাখল প্রয়োজনে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়াতেও পিছপা হবে না। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দল হল সোনার ডিম পাড়া হাঁস। ভারত না খেললে নিশ্চিতভাবে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। সেটা বুঝেই প্রায় সাড়ে ছশো কোটি টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে ভারতীয় বোর্ডকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আইসিসি।