নিজস্ব প্রতিবেদন :   লিওনেল মেসি-লুই সুয়ারেজ সহ প্রথম একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রামে রেখেই সুপারকোপা-দি-কাতালুনিয়ায় জিরোনার বিরুদ্ধে দল সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ আরনেস্তে ভালভের্দে। ম্যাচের অধিকাংশ সময়েই বল নিজেদের দখলে রাখলেও কাঙ্খিত গোল এল না বার্সার। উল্টে হেরে গেল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে আগে আয়োজিত হত কোপা কাতালুনিয়া। কিন্তু ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে হয় কাতালান সুপার কাপ। গত মরশুমে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা, আর দশ নম্বরে শেষ করেছিল জিরোনা। তাই সুপারকোপা-দি-কাতালুনিয়ায় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও জিরোনা।



ম্যাচের ৬৯ মিনিটে স্পট কিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করেন জিরোনার উরুগুয়ের স্ট্রাইকার ক্রিস্তিয়ান স্তুয়ানি। বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কাতালান সুপার কাপ জিতল জিরোনা।


আরও পড়ুন - UCL 2018-19: অ্যাওয়ে ম্যাচে পিএসজি-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড