নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসির মাস্টারক্লাস। বার্নাবিউতে ফের মেসি ম্যাজিক। চ্যাম্পিয়ন্স লিগে মেসির জোড়া গোলে চেলসিকে তিন-শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল ব্লুজদের।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গোলের সেঞ্চুরি করে রোনাল্ডোকে ছুঁলেন মেসি


কেন তিনি অন্যান্যদের থেকে আলাদা সেটা ফের একবার বোঝালেন আর্জেন্টিনীয় স্ট্রাইকার। চেলসির মাঠে প্রথম পর্বের ম্যাচ শেষ হয়েছিল এক-এক গোলে। ন্যু ক্যাম্পে একশো উনত্রিশ সেকেন্ডের মধ্যেই বার্সাকে এগিয়ে দেন মেসি। আর্জেন্টিনীয় তারকার কেরিয়াকে এটি দ্রুততম গোল। বার্সার হয়ে ব্যবধান বাড়ান দেম্বেলে। তরুণ এই উইঙ্গারকে গোলের বল কার্যত সাজিয়ে দেন আর্জেন্টিনীয় সুপারস্টার। তবে সুযোগ এসেছিল চেলসিরও। দুটো শট পোস্টে লেগে ফেরে, পিকে বক্সের মধ্যে অল্যান্সোকে ফেলে দিলেও পেনাল্টি দেননি রেফারি। দ্বিতীয়ার্ধে মেসির দ্বিতীয় গোলে ম্যাচ পকেটে পুরে নেয় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এল এম টেনের এটি শততম গোল। 


আরও পড়ুন- যুবরাজের ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়