নিজস্ব প্রতিনিধি : ২০১৯-২০ মরশুমে ঘরের মাঠে ভারতীয় দলের ক্রীড়াসূচি প্রকাশ করল বিসিসিআই। বিশ্বকাপ শেষ হলেই ভরা ক্রিকেট মরশুম। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া আসবে এদেশে সিরিজ খেলতে। তারই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বোর্ড। দেখে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ICC World Cup 2019: হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরল পাকিস্তান


ফ্রিডম ট্রফি- বনাম দক্ষিণ আফ্রিকা


প্রথম টি-২০- ১৫ সেপ্টেম্বর, ধরমশালা


দ্বিতীয় টি-২০- ১৮ সেপ্টেম্বর, মোহালি


তৃতীয় টি-২০- ২২ সেপ্টেম্বর, বেঙ্গালুরু


প্রথম টেস্ট- ২-৬ অক্টোবর, বিশাখাপত্তনম


দ্বিতীয় টেস্ট- ১০-১৪ অক্টোবর- রাঁচি


তৃতীয় টেস্ট- ১৯-২৩ অক্টোবর, পুণে।


বনাম বাংলাদেশ-


টি-টোয়েন্টি সিরিজ:


৩ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি- দিল্লী
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি- নাগপুর


টেস্ট সিরিজ:


১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা


বনাম ওয়েস্ট ইন্ডিজ-


প্রথম টি-২০- ৬ ডিসেম্বর, মুম্বই


দ্বিতীয় টি-২০-৮ ডিসেম্বর, থিরুভনন্তপূরম


তৃতীয় টি-২০- ১১ ডিসেম্বর, হায়দরাবাদ


প্রথম ওডিআই- ১৫ ডিসেম্বর, চেন্নাই


দ্বিতীয় ওডিআই- ১৮ ডিসেম্বর, ভাইজাগ


তৃতীয় ওডিআই- ২২ ডিসেম্বর, কটক।


বনাম জিম্বাবোয়ে-


প্রথম টি-২০- ৫ জানুয়ারি, গুয়াহাটি


দ্বিতীয় টি-২০- ৭ জানুয়ারি, ইন্দোর


তৃতীয় টি-২০- ১০ জানুয়ারি, পুণে।


বনাম অস্ট্রেলিয়া-


প্রথম ওডিআই- ১৪ জানুয়ারি, মুম্বই


দ্বিতীয় ওডিআই- ১৭ জানুয়ারি, রাজকোট


তৃতীয় ওডিআই- ১৯ জানুয়ারি, বেঙ্গালুরু।


বনাম দক্ষিণ আফ্রিকা-


প্রথম ওডিআই- ১২ মার্চ, ২০২০, ধরমশালা


দ্বিতীয় ওডিআই- ১২ মার্চ, ২০২০, লঘনৌ


তৃতীয় ওডিআই- ১৮ মার্চ, ২০২০, কলকাতা।