ICC World Cup 2019: হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরল পাকিস্তান

টানা ১১ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল পাকিস্তান ক্রিকেট দল।

Updated By: Jun 3, 2019, 11:24 PM IST
ICC World Cup 2019: হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল পাকিস্তান। হট ফেভারিট ইংল্যান্ডকে হারাল ট্রেন্টব্রিজে। যে ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের আগে একদিনের সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই সরফরাজের দলই বিশ্বকাপের মঞ্চে মোক্ষম প্রতিশোধ নিল। শুধু তাই নয় ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে বিশ্বকাপে জয়ের সরণীতে ফিরে এল পাকিস্তান। টানা ১১ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল পাকিস্তান ক্রিকেট দল।

ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অল আউট হলেও এদিন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমানত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই পাক ওপেনার। ওপেনিং জুটিতে ফকর জামান ও ইমাম উল হক ৮২ রান তোলে। ফকর ৩৬ এবং ইমাম ৪৪ রান করে আউট হন। এরপর বাবর আজম এবং মহম্মদ হাফিজ পাকিস্তানের রানকে টেনে তোলেন। বাবর ৬৩ এবং হাফিজ ৮৪ রান করে আউট হন। পাক অধিনায়ক সরফরজ আহমেদ ৫৫ রান করেন। কোনও ব্যাটসম্যান শতরান না করলেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে। ইংল্যান্ডের হয়ে মঈন আলি ও ক্রিস ওকস ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মার্ক উড।

 

৩৪৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ইংল্যান্ডের। ৮ রানে সাজঘরে ফিরে যান জেসন রয়। ৩২ রানে ফিরে যান বেয়ারস্টো।অধিনায়ক মর্গ্যানও ফেরেন মাত্র ৯ রানে। বেন স্টোকস করেন মাত্র ১৩ রান। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান জো রুট। সঙ্গে জোস বাটলার। পঞ্চম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। ১০৭ রান করে আউট হন জো রুট। ২০১৯ বিশ্বকাপের প্রথম শতরানটি করলেন রুট। জোস বাটলারও শতরান করেন। ৭৬ বলে ১০৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিস ওকস শেষ চেষ্টা করলেও ব্যর্থ হন। ২১ রানে আউট হন তিনি। এরপর ওয়াহাব রিয়াজ ও মহম্মদ আমিরের দুরন্ত বোলিং শেষ পর্যন্ত পাকিস্তানকে জয় এনে দেয়। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। ২টি করে উইকেট নেন শাহদাব খান ও মহম্মদ আমির।    

আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এনগিডি

.