জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছরের মতোই চলতি বছরেও আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (India's Tour Of Ireland)। অগস্টে 'পান্না দ্বীপে' তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত-আয়ারল্যান্ড। আইসিসি (ICC) সূচি ঘোষণা করে দিল। মুম্বইতে গত মঙ্গলবার বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষণা হওয়ার পরেই এই ভারত-আয়ারল্যান্ড সূচি চূড়ান্ত হয়ে যায়। তিনটি টি-২০ ম্যাচই হবে মালাহাইডে। ডাবলিনের উপকণ্ঠে ১৮ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত চলবে কুড়ি ওভারের ফরম্যাটে দুই দলের ব্যাট-বলের ব্যাটল। জুলাই-অগস্টে ভারত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলবে। আর এই সিরিজ শেষ হলেই শুরু ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম আইসিসি-কে জানিয়েছেন, 'আমরা ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় পুরুষ দলকে আয়ারল্যান্ডে স্বাগত জানাতে পেরে খুশি। আমরা ২০২২-এ জোড়া ম্যাচে ফ্যানদের উন্মাদনা দেখেছি। এবার তিন ম্যাচের সিরিজে ফ্যানরা আরও বেশি সুযোগ পাবে। ভারতীয় দল চূড়ান্ত ব্যস্ত সূচির মধ্যেও আমাদের অন্তর্ভুক্তি করেছে। যার জন্য আমরা আন্তরিক ভাবে বিসিসিআই-এর কাছে কৃতজ্ঞ। ফ্যান-ফ্রেন্ডলি সূচি বানানো হয়েছে। শুক্রবার এবং রবিবার অধিকাংশ ফ্যানরাই আসতে পারবেন।' গতবছর হার্দিক পাণ্ডিয়া অ্যান্ড কোং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল। ডাবলিনের দ্য ভিলেজে হার্দিকরা আইরিশদের হোয়াইটওয়াশ করেছিল। প্রথম টি-২০ ভারত সাত উইকেটে জিতেছিল। দ্বিতীয় টি-২০ ভারত জিতেছিল চার রানে।



আরও পড়ুন: ICC ODI World Cup 2023: 'যে কোনও হাই-প্রোফাইল ম্যাচের চ্যালেঞ্জ নিতে তৈরি'! জয়ের কাছে কৃতজ্ঞ স্নেহাশিস


ভারত বনাম আয়ারল্যান্ড সূচি


১৮ অগস্ট, শুক্রবার: প্রথম টি-২০  (মালাহাইড, ভারতীয় সময়ে ম্যাচ শুরু বিকেল তিনটে থেকে)
২০ অগস্ট, রবিবার: দ্বিতীয় টি-২০ (মালাহাইড, ভারতীয় সময়ে ম্যাচ শুরু বিকেল তিনটে থেকে)
২৩ অগস্ট, বুধবার : তৃতীয় টি-২০   (মালাহাইড, ভারতীয় সময়ে ম্যাচ শুরু বিকেল তিনটে থেকে)


১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)