নিজস্ব প্রতিনিধি : এ ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ক্রিকেটব মাঠএ সদলবলে হানা দিয়েছে মৌমাছিরা। শুধু ক্রিকেট কেন, ফুটবল, বেসবল, রাগবির মতো একাধিক খেলার সময় মৌমাছির হানায় খেলোয়াড় ও দর্শকদের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার যেমন মৌমাছিদের দল হানা দিল তিরুবনন্তপূরমের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে। মৌমাছির হানায় ম্যাচ বন্ধ রাখতে হল ১৫ মিনিট। আর সেই সময় জখম হলেন একাধিক দর্শক। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  প্রাইভেট জেটের সামনে 'বিরুষ্কা', ছুটি কাটাতে গেলেন বিরাট-অনুষ্কা


ভারতীয় এ দল বনাম ইংল্যান্ড লায়ন্স-এর ম্যাচ চলছিল। ম্যাচের ২৮ ওভার চলাকালীন আচমকা গ্যালারিজুড়ে হইচই পড়ে যায়। জানা যায়, বিপুল সংখ্যক মৌমাছি হানা দিয়েছে গ্যালারিজুড়ে। কেউ মৌমাচির কামড়ে, কেউ বা ছোটাছুটি করতে গিয়ে পড়ে আহত হন। এর পরই স্টেডিয়ামের একটি ফাঁকা জায়গার দিকে ছুট লাগান একদন দর্শক। তার পর সেখান থেকে মৌমাছিদের লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন তারা। ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পাথরের আঘাতে আহত হন বেশ কিছু দর্শক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামেন নিরাপত্তাকর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় চিকিত্সার জন্য।


আরও পড়ুন-  ঘরে ও বাইরে ভারতের আগ্রাসনে অভিভূত মহারাজ


মৌমাছিদের দল অবশ্য মাঠে হানা দেয়নি। ফলে ক্রিকেটারদের কোনও ক্ষতি হয়নি। তবে ভারতীয় এ দলের কোচ রাহুল দ্রাবিড় একটা সময় আতঙ্কে ছুট লাগান প্যাভিলিয়নের দিকে। কিছুক্ষণ বাদে ফিরে এসে দ্রাবিড় মাঠ পরিদর্শন করেন। প্রসঙ্গত, এই ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় এ দল। ২২১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ইংল্যান্ড লায়ন্স। যা তুলতে সমস্যায় পড়তে হল না ভারতীয় এ দলকে। ঋষভ পন্থ করলেন ৭৩ রান। ফর্মে ফিরলেন কে এল রাহুল। করলেন ৪২।