নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ জেতার কয়েকদিন পরেই নিউ জিল্যান্ডের বর্ষসেরা নাগরিকের তালিকায় বেন স্টোকসের নাম মনোনয়ন করা হয়েছিল। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতলেও স্টোকসের জন্ম নিউ জিল্যান্ডে। আর সেই কারণেই নিউ জিল্যান্ডের বর্ষসেরা নাগরিকের তালিকায় স্টোকসের নাম নথিভুক্ত করেছিল নিউ জিল্যান্ড সরকার। কিন্তু নিউ জিল্যান্ডের বর্ষসেরা নাগরিকের সম্মান ফেরালেন বেন স্টোকস!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



নিজের নাম প্রত্যাহার করে ইংল্যান্ডের অলরাউন্ডার জানান, নিউ জিল্যান্ড সরকারের কাছে তিনি কৃতজ্ঞ, তার কথা ভাবার জন্য।  তবে এই সম্মান নেওয়ার জন্য তিনি যোগ্য নন। সে দেশের হয়ে যাঁদের অনেক অবদান রয়েছে তাঁরাই যোগ্য এই সম্মানের।



প্রসঙ্গতঃ নিউ জিল্যান্ডের বর্ষেসরা নাগরিকের তালিকায় রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম। আর এই সম্মানের জন্য উইলিয়ামসনকেই নিজের ভোট দিচ্ছেন বেন স্টোকস।


আরও পড়ুন - অ্যাসেজেই অভিষেক টেস্ট জার্সির নম্বর ও নাম!