অ্যাসেজেই অভিষেক টেস্ট জার্সির নম্বর ও নাম!

পয়লা অগাস্ট থেকে শুরু অ্যাসেজ সিরিজ।

Updated By: Jul 23, 2019, 05:15 PM IST
অ্যাসেজেই অভিষেক টেস্ট জার্সির নম্বর ও নাম!

নিজস্ব প্রতিবেদন : আসন্ন অ্যাসেজ সিরিজ থেকেই টেস্ট ক্রিকেটে বিপ্লব আসতে চলেছে। টেস্টের সনাতনী সাদা জার্সির পিছনে এবার থেকে লেখা থাকবে ক্রিকেটারের নাম ও জার্সির নম্বর। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটে এই প্রথা বেশ কয়েক বছর চালু থাকলেও এবার টেস্ট ক্রিকেটেও তা চালু হতে চলেছে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজেই অভিষেক ঘটতে চলেছে টেস্টে জার্সির নাম এবং নম্বর। ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুটের পড়া ৬৬ নম্বর জার্সি ইংল্যান্ড ক্রিকেট দলের সরকারি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, "নাম এবং নম্বর লেখা রয়েছে টেস্ট শার্টের পিছনে।"

চলতি বছরের শুরুতেই শোনা গিয়েছিল যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজে ক্রিকেট কিটের আধুনিকীকরণ করা হবে। সাদা জার্সির পিছনে নম্বর এবং সংশ্লিষ্ট ক্রিকেটারের নামের মধ্যে দিয়েই টেস্ট ক্রিকেটে পরিবর্তন আসতে চলেছে। আইসিসি মঈন আলি এবং স্টুয়ার্ট ব্রডের টেস্ট জার্সির নাম ও নম্বর লেখা ছবি টুইট করেছে। পয়লা অগাস্ট থেকে শুরু অ্যাসেজ সিরিজ।

আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ফিরলেন পোলার্ড-নারিন, নেই গেইল

.