নিজস্ব প্রতিবেদন: বাংলা ক্রিকেটে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রবি বন্দ্যোপাধ্যায় (Rabi Banerjee)। দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে শহরের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবি বন্দ্যোপাধ্যায় করোনাক্রান্ত (COVID-19) হয়েও সেরে উঠেছিলেন। কিন্তু হৃদয় জনিত সমস্যার জন্য তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছি। এছাড়াও নিয়মিত ডায়ালিসিস চলত তাঁর। 



আরও পড়ুন: 'Ravindra Jadeja ইংরাজি জানে না', বক্তা সেই Sanjay Manjrekar! ফাঁস হলো চ্যাটের স্ক্রিনশট


১৯৬৯-৭০ ও ১৯৭৪-৭৫ এর মধ্যে বাংলার হয়ে ১০ বার প্রতিনিধিত্ব করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার হারিয়ে শোকস্তব্ধ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি সিএবি-র পক্ষ থেকে প্রয়াত ক্রিকেটারের পরিবারকে শোকবার্তা জ্ঞাপন করেছেন। সিএবি এদিন ক্রিকেটারের স্মরণে সংগঠনের পতাকা অর্ধনমিত রাখে। রবি বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্যের আগে তাঁর মরদেহ তাঁর বেলেঘাটায় তাঁর পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)