ওয়েব ডেস্ক: পারেননি অতনু দাস। খুব কাছে এসে পদক হাতছাড়া করতে হয়েছিল দীপা কর্মকারকেও। তবুও রিও অলিম্পিকে সোনা জয়ের ক্ষেত্রে জড়িয়ে থাকল বাঙালির নাম। রিদমিক জিমনাস্টিক্সে সোনা জিতলেন মার্গারিটা মামুন। বাংলাদেশি বংশদ্ভুত এই অ্যাথলিট বিশ্ব জিমন্যাস্টিকস সার্কিটে বিখ্যাত বাংলার বাঘিনী - দ্য বেঙ্গল টাইগ্রেস নামে। কারণ মার্গারিটার বাবা আবদুল্লা আল মামুন বাংলাদেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


মা অ্যানা রাশিয়ান। মার্গারিটা সপরিবার এখন রাশিয়াতেই থাকেন। মার্গারিটার মা ছিলেন রিদমিক জিমনাস্ট। তাঁর হাত ধরেই এই খেলায় হাতেখড়ি মার্গারিটার। এবছরই প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত।


আরও পড়ুন  দুর্দান্ত রেকর্ড করলেন অসি পেসার মিচেল স্টার্ক