জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে মাত্র ২৬৩ রান। কিন্তু তাতে কি! চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া (Australia)। সৌজন্যে ন্যাথন লিঁও-র (Nathan Lyon) দুরন্ত অফ স্পিন। অভিজ্ঞ স্পিনারের জন্যই দ্বিতীয় দিন লাঞ্চের আগেই চার উইকেট হারাল টিম ইন্ডিয়া (Team India)। স্কোরবোর্ডে উঠল মাত্র ৮৮ রান। 'একাই একশ' মেজাজে চার উইকেট নিলেন লিঁও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগপুরে টড মার্ফি (Todd Murphy) দাপট দেখালেও, ন্যাথন লিঁও ছিলেন একেবারে নিস্প্রভ। তবে এবার দিল্লিতে মোক্ষম সময় নিজের দাপট ফের দেখালেন তিনি। শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল (KL Rahul)। তবে দলের রান যখন ৪৬, তখন লেগ বিফোর হন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। অফ ফর্মের ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে অহেতুক রিভিউ নষ্ট করে ১৭ রানে ফিরে গেলেন রাহুল। 


এর কিছুক্ষণ পর সাজঘরের দিকে হাঁটা লাগালেন ভারতের অধিনায়কও। প্রথম টেস্টে ১২০ রান করে নিজের জাত চিনিয়েছিলেন রোহিত। তবে এবার লিঁও-র অফ স্পিন বুঝতেই পারলেন না। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল ভেঙে দিল উইকেট। ফলে ৫৩ রানে ২ উইকেট হারায় ভারত। 


আরও পড়ুন: Ravindra Jadeja as Pathaan: জাদেজাকে পাঠান নামে ডাকলেন বিরাট, ভিডিয়ো হল ভাইরাল


আরও পড়ুন: David Warner, BGT 2203: দিল্লি টেস্ট থেকে কেন ছিটকে গেলেন ওয়ার্নার? পরিবর্ত কে?



তবে চাপের এখানেই শেষ নয়। গত টেস্টের মতো এবারও ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা (Chetweshwar Pujara)। শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বরের কাছ থেকে শতরানের আশা করেছিলেন সুনীল গাভাসকর। যদিও খাতাই খুলতে পারলেন না তিনি। 


চোট সারিয়ে দলে আসা শ্রেয়স আইয়ারও । ফরোয়ার্ড শর্ট লেগে থাকা পিটার হ্যান্ডসকব তাঁর দারুণ ক্যাচ নিলেন। ফলে ন্যাথন লিঁও-র স্পিন ম্যাজিকে মাত্র ৬৬ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। 


তবে শেষ পর্যন্ত পালটা লড়াই করছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। লাঞ্চের আগে এই দুই তারকার সৌজন্যে ৪ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। বিরাট ৪২ বলে ১৪ ও জাদেজা ৩৬ বলে ১৫ রানে ক্রিজে আছেন। ফলে ১৭৫ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এমন চাপের অবস্থায় ভারতীয় দল কামব্যাক করতে পারে কিনা সেটাই দেখার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)