জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান প্রতিপক্ষ কে? চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) অস্ট্রেলিয়া (Australia)? নাকি রবি শাস্ত্রী (Ravi Shastri)? যত সময় যাচ্ছে ভারতীয় ক্রিকেটের অতীত ও বর্তমান, দুই তারকার মধ্যে সংঘাত চ্রমে উঠেছে। এবার উসমান খোয়াজা (Usman Khawaja) ও ক্যামেরুন গ্রিনের (Cameron Green) দাপুটে ইনিংসের উপর ভর করে এমনিতেই ভারতীয় দলকে চাপে রেখেছে  স্টিভ স্মিথের (Steve Smith) দল। এরমধ্যে সুযোগ পেলেই রোহিতকে কটাক্ষ করেই চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচ। এবার শাস্ত্রীর নিশানায় দুই জোরে বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ও উমেশ যাদব (Umesh Yadav)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম দিনের শেষ দিকে নতুন বল হাতে তুলে নিতেই মারকুটে মেজাজে রান তুলতে শুরু করেন ক্যামেরুন গ্রিন। সেই সময় মাইক হাতে শাস্ত্রী বলে ওঠেন, "আমার মতে ভারতীয় দল এই টেস্টে খেই হারিয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে কেউ নতুন বল নেয় নাকি! উমেশের বয়স ৩৫ হতে চলেছে। শামিও আর যুবক নয়। তাছাড়া ওরা এই টেস্টে অনেক ওভার বোলিং করেছে। এমন অবস্থায় দুই ওভারের স্পেল করলে ঠিক আছে। কিন্তু নতুন বল দুই পেসারের হাতে তুলে দিয়ে, লাগাতার বোলিং করানো একেবারেই সঠিক অধিনায়কত্ব নয়।"  


আরও পড়ুন: BGT 2023, Ravi Shastri: কোন কারণে ইন্দোরে ভারতের ভরাডুবি হল? কটাক্ষের সঙ্গে কারণ জানালেন রবি শাস্ত্রী


আরও পড়ুন: Rohit Sharma vs Ravi Shastri, BGT 2023: গুরু-শিষ্যের সম্পর্ক শেষ! রবি শাস্ত্রীকে একেবারে ধুয়ে কী বললেন রোহিত? জেনে নিন


অজিদের জন্য ঘূর্ণি পিচ তৈরি করে সিরিজের নাগপুর ও দিল্লিতে জিতেছিল ভারত। তবে ইন্দোরের পিচ বুমেরাং হয়ে যায়। হোলকারের পিচকে আইসিসি 'খারাপ' তকমা দিতেই, বদলে যায় আহমেদাবাদের পিচের চরিত্র। সেটা রোহিতকে মনে করিয়ে শাস্ত্রী ফের খোঁচা দিলেন। তিনি বলেন, "টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতকে অনেক কিছু শিখতে হবে। ঘূর্ণি পিচে অধিনায়ত্ব করা খুব সহজ। কারণ অধিনায়কের কাজ অনেক সহজ স্পিনাররা করে দেয়। কিন্তু কঠিন পিচ ও বিদেশে খেলার সময় একজন অধিনায়কের আসল পরিচয় পাওয়া যায়।" 


বেশ বোঝা যাচ্ছে সম্মান-ভালোবাসার সম্পর্ক একেবারে শেষ। গুরু-শিষ্যের সম্পর্ক কতটা খারাপ হয়েছে, সেটা অবশ্য আগেই প্রকাশ্যে চলে এসেছিল। তৃতীয় টেস্টে ভারতীয় দল ৯ উইকেটে হারতেই রবি শাস্ত্রীর দাবি ছিল, কিছুটা আত্মতুষ্টি এবং অনেকটা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই ভারতীয় দলকে লজ্জাজনক হার হজম করতে হয়েছে। তবে সেটা মানতে একেবারেই রাজি নন 'হিটম্যান'। তিনি যেন শাস্ত্রীকে সপাটে জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন। বুধবার সাংবাদিক বৈঠকে শাস্ত্রীর সেই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলেই,  রোহিতের জবাব ছিল, 'শাস্ত্রীর মন্তব্য আস্তাকুঁড়ের আবর্জনা'! এমনকি প্রাক্তন কোচকে ‘বহিরাগত’ বলেও তোপ দেগে দিয়েছিলেন দলের অধিনায়ক। আর এবার রোহিতকে পালটা দিলেন জাতীয় দলের প্রাক্তন হেড কোচ।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)