নিজস্ব প্রতিবেদন: পারফরম্যান্স করে অনেক বার নজর কেড়েছেন। কিন্তু অন্যের ভুলে ট্রোলড হবেন সেটা স্বপ্নেও ভাবতে পারেননি ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ঘটনার সূত্রপাত রবিবার আয়ারল্যান্ড (Ireland) ইনিংসের শুরুর দিকে। ভুবি প্রথম ডেলিভারি করার পর স্পিডোমিটারে দেখাল ২০১ কিলোমিটার। দ্বিতীয় বার সেটাও ছাপিয়ে গেল। স্পিডোমিটারে ফুটে উঠল, ঘণ্টায় ২০৮ কিমি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেটা নিয়েই সোশ্য়াল মিডিয়ায় চলছে তুমুল ট্রোলিং। নেটিজেনদের কেউ কেউ দাবি করলেন, টিম ইন্ডিয়ার (Team India) এই জোরে বোলার গতির যুদ্ধে শোয়েব আখতারকেও (Shoaib Akhtar) ছাপিয়ে গেলেন! আবার কারও মতে, উমরান মালিক (Umran Malik) বল করতে আসার আগেই হাতের বাইরে চলে গিয়েছে স্পিডোমিটার! 




রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের (Ireland vs India) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় এই ভুল সবার সামনে এসেছিল। বৃষ্টির জন্য দুই দল ১২ ওভার খেলার সুযোগ পায়। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারে ভুবির হাতে বল তুলে দেন হার্দিক পান্ডিয়া।



ভুবি প্রথম বল করার পর স্পিডোমিটারে দেখে আঁতকে ওঠেন নেটিজেনরা। স্পিডোমিটার দেখায়, ঘণ্টায় ২০১ কিলোমিটার অর্থাৎ ১২৫ মাইল বেগে বল করেছেন ভুবি। দ্বিতীয় বলে তো স্পিডোমিটার দেখে পুরো ভিরমি খেয়ে যান নেটিজেনরা। সেখানে দেখা যায়, ভুবির বল ঘণ্টায় ২০৮ কিলোমিটার অর্থাৎ ১২৮ মাইল বেগে এসেছে। 



অজান্তে ভুবির সেই ‘কীর্তি’ নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। স্পিডোমিটারের সেই দুই ডেলিভারি নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। একজন বলেন, ‘উমরান মালিক হাতে বল পাওয়ার আগেই স্পিডোমিটার হাতের বাইরে চলে গিয়েছে!’ এক নেটিজেন মজা করে বলেন, 'বিশ্বরেকর্ড ভেঙে গেল। ঘণ্টায় ২০৮ কিমি বেগে বল করে নিজের রেকর্ড ভেঙে দিলেন ভুবি। রকেট উৎক্ষেপণ করছেন ভুবি। এটা অবিশ্বাস্য!' আরও একধাপ উঠে অপর এক নেটিজেন বলেন, 'দীর্ঘদিন ধরে ভুবির পেস নিয়ে সমালোচনা করা হত, সেটা বন্ধ করে দিয়েছেন বলে মনে হচ্ছে।'


আরও পড়ুন: Mayank Agarwal: করোনা আক্রান্ত রোহিত শর্মা! বার্মিংহ্যাম উড়ে গেলেন ময়াঙ্ক আগরওয়াল


আরও পড়ুন: IRE vs IND 1st T20: আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত, সিরিজের প্রথম ম্যাচেই জয়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)