জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সঙ্গে তাঁর ঝামেলা লেগেই রয়েছে। অধিনায়ক হিসেবে তাঁর গদি টলমল করছে। এরমধ্যে ফের নতুন বিতর্কে (Controversy) জড়ালেন বাবর আজম (Babar Azam)। নিজের দলের এক সতীর্থের বান্ধবীর সঙ্গে 'সেক্স চ্যাট' (Babar Azam Sex Chat) করেছেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক! এমনকি সেই মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, অডিয়ো এবং ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হট কেক-এর মতো ভাইরাল হয়ে যাচ্ছে। তাঁর এমন কীর্তির জন্য তোলপাড় পাকিস্তান ক্রিকেট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক মহিলার সঙ্গে যৌনতা নিয়ে কথাবার্তা বলছিলেন তিনি। সেই চ্যাটিংয়ের স্ক্রিনশট এসে গিয়েছে প্রকাশ্যে। আর খবর সামনে আসতেই বাবরের উপর ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনদের একাংশ। তবে পাক অধিনায়কের পাশেও রয়েছে একাধিক অনুরাগী। তাদের দাবি, বাবরের ভাবমূর্তি খারাপ করার জন্য এমন ভিডিয়ো এবং ছবি তৈরি করা হয়েছে। যদিও এমন স্পর্শকাতর ইস্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি বাবর।




আরও পড়ুন: Ravindra Jadeja: মাত্র চার শব্দে কামব্যাকের মানে বুঝিয়ে দিলেন অলরাউন্ডার জাড্ডু


আরও পড়ুন: Virat Kohli: সচিনের গড়া ১০০ সেঞ্চুরিতে শুধু বিরাট ভাগ বসাবে, দাবি করলেন সুনীল গাভাসকর


তবে মহিলার সঙ্গে যৌনতা এবং বিতর্কিত জীবনযাপন নিয়ে বাবর আগেও শিরোনামে এসেছেন। অতীতে হামিজা মুখতার নামে এক মহিলাকে নির্যাতন করার অপরাধে নাম জড়িয়েছিল বাবরের। বাবরের আচরণ নিয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন সেই মহিলা। হামিজার অভিযোগ ছিল, বাবর তাঁর উপর যৌন নির্যাতন করতেন এবং জোর করে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন! সেই ঘটনা নিয়ে পাকিস্তান ক্রিকেটে কার্যত হইচই পড়ে গিয়েছিল। সেই মহিলা জানিয়েছিলেন, পাকিস্তানের তারকা ব্যাটারের সঙ্গে তাঁর সম্পর্ক সেই ২০১০ সাল থেকে। তখনও বাবরের এত খ্যাতি ছিল না। স্কুলে পড়াকালীনই বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকী, তাঁরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন!  




হামিজা মুখতারের আরও দাবি ছিল, বাবর বছরের পর বছর তাঁকে ব্যবহার করেছেন। নিজের যাবতীয় খরচের টাকা নিয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। তাঁর মধ্যেই আবার শোনা গিয়েছিল, নিজের বোনকে বিয়ে করতে চলেছেন বাবর। আর এবার তাঁর জীবনের অন্তরঙ্গ ভিডিয়ো এবং 'সেক্স চ্যাট' প্রকাশ্যে আসা নিয়ে শোরগোল পড়ে গেল। 


তবে শুধু মাঠের বাইরে নয়, বাইশ গজের যুদ্ধেও অধিনায়ক হিসেবে চূড়ান্ত 'ফ্লপ' বাবর। ফলে অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। ২০২২ সালের শুরু থেকে পাকিস্তান ১০টি টেস্ট খেলেছে। এরমধ্যে মাত্র একটি টেস্ট জিতেছে তাঁর দল। গত বছর  গলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তান। এরপর বাকি ৯টি টেস্টের মধ্যে ৫টিতে হেরেছে পাক দল। ড্র হয়েছে ৪টি টেস্ট। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলেছে পাকিস্তান। একটিতেও জিততে পারেনি তারা। হেরেছে ৪টি। ড্র করেছে ৪টি। এই পরিসংখ্যান আরও খারাপ হতে পারত। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টে ব্যাট হাতে রুখে না দাঁড়াতেন সরফরাজ আহমেদ। তাঁর লড়াকু ইনিংসের জন্য ম্যাচ ড্র করে মান বাঁচিয়েছিল পাকিস্তান। আর তাঁর সেক্স স্ক্যান্ডাল নিয়ে হইচই শুরু হয়ে গেল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)