নিজস্ব প্রতিবেদন: ফের সাদা-কালোর বিভেদ! বর্ণবৈষম্যের ছবি ফিরে এল এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। গত সপ্তাহেই  'ব্ল্যাক লাইভস ম্যাটার'- নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে স্পষ্ট অবস্থান নেওয়ার কথা  জানিয়েছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। এবার ৩০ জন প্রাক্তন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার কড়া বিবৃতি দিয়ে চিঠি দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে। জানিয়ে দিল সাদা-কালোর বিভেদ এখনও রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


'ব্ল্যাক লাইভস ম্যাটার'-আন্দোলনের স্বপক্ষে সরব হওয়ায় দেশীয় কিছু ক্রিকেটারের সমালোচনার মুখে পড়তে হয় লুঙ্গিকে। তিনি বলেছিলেন, "জাতি হিসেবে আমাদের বর্ণবৈষম্যের ইতিহাস রয়েছে। তাই অন্য দেশগুলোর মতো দল হিসেবে আমাদেরও এবার এর প্রতিবাদ করা উচিত্!" এবার লুঙ্গি এনগিডির পাশে দাঁড়ালেন জেপি দুমিনি, হার্শেল গিবস, মাখায়া এনতিনি, পল অ্যাডামস, ভার্নন ফিলান্ডারের মতো তারকা ক্রিকেটাররা।



মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এবার প্রতিবাদে সামিল প্রোটিয়া ক্রিকেটাররা।  


 


আরও পড়ুন - এবার করোনায় আক্রান্ত অলিম্পিকে খেলা ভারতীয় ফুটবলার, চাইলেন সরকারি সাহায্য